খুঁজুন
                               
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ, ১৪৩২

আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মুন্না

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু ও সদস্য সচিব হচ্ছেন মনির হোসেন মুন্না। রোববার (৮ মার্চ ২০২৫) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব শামছুল আরেফিনের স্বাক্ষরে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটি হচ্ছে : আহ্বায়ক মো. সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কাউছার আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন আহম্মেদ কাউছার, মো. নয়ন খান, শাহাদাৎ হোসেন রুবেল, রাজিব দাশ, জাহিদ হাসান (ইমরান), মো. হাবিবুর রহমান খান, মো. মানিক হোসেন বাবু, মো. রফিকুল ইসলাম, মো. রাশেদ মাঝি, মো. জাহিদ হোসেন জমাদার ও মো. আবু জাফর খান, সদস্য সচিব মো. মনির হোসেন মুন্না, সদস্য মো. সফিক গাজি, আলী আহমেদ রাজা, সিতাবুর রহমান জিত, মো. জসিম উদ্দিন বাদল, নূর মোহাম্মদ, মো. শরিফুল ইসলাম (মিতা), রুবেল খান, আবুল কালাম, মো. মাসুদ, মো. শাকিল, মাসুদ গাজি, ইমরান মাঝি, মো. আজিম, মাসুদ মিজি, মোহাম্মদ ইমাম হোসেন ভুইয়া, তারেক খান ও মো. রাজু। উল্লেখ্য, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী পনের দিনের মধ্যে অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।

ইউক্রেনে শান্তি আলোচনা করতে প্রস্তুত পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
ইউক্রেনে শান্তি আলোচনা করতে প্রস্তুত পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছেন। তবে মস্কোর প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা। রোববার (২০ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রয়টার্স
পেসকভ বলেন, বিশ্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে বলা অপমানজনক কথার সঙ্গে অভ্যন্ত হয়ে পড়েছে। তবে তিনি রাশিয়া সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছেন। মূলত তিনি শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক পাভেল জারুবিনকে পেসকভ বলেন, পুতিন তার বক্তব্যে বার বার ইউক্রেনে শান্তির জন্য কথা বলে আসছেন। তবে এটি একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া এবং এটি সহজ কোনো কাজ নয়।
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা। এদিকে ট্রাম্প ইউক্রেনকে আবার অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল। এছাড়া তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে আরও অতিরিক্ত ৫০ দিন সময় দিয়েছেন।

আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ
আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে কর্মকাণ্ড পরিচালনায় তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।
আজ রোববার চট্টগ্রামের স্টেশন রোডে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে বৈঠকের পর নাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সাথে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে।’
শহীদ পরিবারগুলোকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, ‘আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা অভ্যুত্থানে ছিলাম। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিলেন, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারদের—শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি।’
তিনি বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা সরকারে গেছেন, আমরা জুলাই শহীদ পরিবারের বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখা গেছে, সরকারের উদ্যোগগুলো মাঠপর্যায়ে তেমনভাবে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে। কেননা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো স্বৈরাচারের দোসররা আছেন। শহীদ পরিবারের যে সম্মান পাওয়ার কথা, সেটি হয়নি; বিভিন্ন জায়গায় আমরা সে অভিযোগগুলো শুনি।’
শহীদদের পরিবারকে উপদেষ্টা কর্তৃক অসম্মানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো উপদেষ্টা আপনাদের অসম্মান করছেন, সেটা আমরা জানতাম না, সেটা আমরা জানব, প্রতিবাদ জানাব। আপনাদের কাছে দোয়া চাই, যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সফল হতে পারি এবং আপনাদের দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য চেষ্টা করব।
এ সময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা রাঙামাটির উদ্দেশে রওনা হন।

আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ সারা দেশের এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে। শুধুমাত্র মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করে পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে।
সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলার কথা তুলে ধরে তিনি বলেন, এ হামলা পূর্ব পরিকল্পিত সেটি প্রমাণিত। আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকতে পারতো উল্লেখ করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা দিয়েছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনা এসে পৌঁছান।