খুঁজুন
                               
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ, ১৪৩২

সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, সম্পাদক রোটা. উজ্জ্বল হোসাইন

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালেরকণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামানের স্বাক্ষরে আগামী ১ বছরের জন্যে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে উপদেষ্টা করা হয় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, ব্যবসায়ী মো. সেলিম খান, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, ব্যাংকার লায়ন গোলাম হোসেন টিটু, ব্যবসায়ী রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, রোটা. আলমগীর আলম জুয়েল, রোটা. ইবনে আজম সাব্বির এবং লায়ন আরমান চৌধুরী রবিনকে সভাপতি ও রোটা. উজ্জ্বল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, অ্যাড. বদরুল আলম চৌধুরী, হুমায়ুন পাটওয়ারী, নুরুন্নাহার মুন্নী, সাখাওয়াত হোসেন, ভিভিয়ান ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, আয়েশা আক্তার রূপা, মুহাম্মদ জসীম উদ্দীন, মনির হোসেন, জাহিদ হাসান রিপন, রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ ইমরান হোসেন, সুলতান আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক অংগন চক্রবর্তী, নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার,  ইভেন্ট সম্পাদক পাভেল রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বাদশা ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক সুমাইয়া দিদার, ক্রীড়া সম্পাদক রানা দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক    প্রণব দাস রণি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আমানত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, রেদওয়ান আরেফিন সিয়াম, কাজী সাকিল আহমেদ, কামাল গাজী, রন্টি পোদ্দার প্রমুখ।

এদিকে, বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি বছরজুড়ে বেশকিছু সামাজিক কার্যক্রম হাতে নেবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে একটি সভা ডেকে সেই কর্মপরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আতশবাজি উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আতশবাজি উদ্ধার, আটক ১

রোববার (২০ জুলাই ২০২৫)  বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হৃদয় হাসান (২৪) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. হৃদয় হাসান (২৪) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী, চোরাকারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো। র‌্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক  ও চোরাচালানের বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলায় আসামি ৬ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলায় আসামি ৬ হাজার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় চারটি পৃথক মামলা করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানায় এসব মামলা করা হয়।
গোপালগঞ্জে সংঘাত-সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), জেলার টুঙ্গিপাড়া উপজেলার সোহেল রানা মোল্লা (৩৫), কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৮), ভেড়ার বাজার ব্যাপারীপাড়া এলাকার ইমন তালুকদার (১৮) ও থানাপাড়া এলাকার রমজান মুন্সী (৩৫)।
এর মধ্যে চার জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোহেল হত্যা হামলার বাদী এসআই আবুল কালাম আজাদ, দীপ্ত সাহা হত্যা মামলার বাদী এসআই শামীম হোসেন‌, ইমন হত্যা মামলার বাদী এসআই শেখ মিজানুর রহমান ও রমজান কাজী হত্যা মামলা করেন এসআই আইয়ুব আলী। হত্যা মামলার প্রতিটিতে অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। তবে রমজান মুন্সীর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
প্রধানত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাত পরিচয়ের নেতাকর্মী ও দুষ্কৃতকারীকে এসব মামলায় আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাতে এসব মামলা করা হয়েছে। বাকি একজনের হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে মামলার কপি চাওয়া হলে এখনই দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন বাদী হয়ে কিশোর রমজান কাজী হত্যার ঘটনায় মামলা করেছেন।
এ মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার দুপুরে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে এক হাজার ৫০০ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ দুষ্কৃতকারীরা গাড়িবহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের হটাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী (১৭) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও বাকি তিনটি মামলার বর্ণনা ও আসামির সংখ্যা একই রকম। দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাত এক হাজার ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দুষ্কৃতকারীরা দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনের দীপ্ত সাহা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সোহেল রানা মোল্লা (৩০) হত্যার ঘটনায় মামলা করেন। এই মামলার এজাহারে বলা হয়েছে, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগ ও দুষ্কৃতকারীদের গুলিতে সোহেল রানা আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন লঞ্চ ঘাট এলাকার পুরাতন সোনালী ব্যাংকের সামনে আওয়ামী লীগসহ দুষ্কৃতকারীদের গুলিতে ইমন তালুকদার (১৭) নিহত হ্ওয়ার ঘটনায় হত্যা মামলা করেছেন এসআই শেখ মিজানুর রহমান। এই দুটি মামলাতে তিন হাজার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশাচালক রমজান মুন্সী (৩২)। এই ঘটনাতেও একটি হত্যা মামলা হবে। রমজান মুন্সী ছাড়া অপর চার জনের লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিলম্বে হলেও ময়নাতদন্ত করা হবে। যদিও দীপ্ত সাহার লাশ দাহ করে ফেলায় সেক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে জানা যায়নি।
উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এটিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে উল্লেখ করেন দলটির কয়েকজন নেতা। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন।
এনসিপির নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে যাওয়ার পথে পথে বাধা পায়। সকালে পুলিশ এবং ইএনওর গাড়িতে হামলা চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের দায়ী করা হয়।
দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলার কিছুক্ষণ পর সেখানে পৌঁছান এনসিপির নেতারা। তারা সেখানে স্লোগান ও বক্তব্য দেন। সমাবেশ শেষে তারা মাদারীপুরের উদ্দেশে রওনা দিলে তাদের গাড়িবহর ঘিরে হামলা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতাদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে এখন পর্যন্ত পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে।
ঘটনার দিন রাতেই গোপালগঞ্জে কারফিউ জারি করা করা হয়। যৌথ বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। গোটা জেলাজুড়ে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

ইউক্রেনে শান্তি আলোচনা করতে প্রস্তুত পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
ইউক্রেনে শান্তি আলোচনা করতে প্রস্তুত পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছেন। তবে মস্কোর প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা। রোববার (২০ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রয়টার্স
পেসকভ বলেন, বিশ্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে বলা অপমানজনক কথার সঙ্গে অভ্যন্ত হয়ে পড়েছে। তবে তিনি রাশিয়া সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছেন। মূলত তিনি শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক পাভেল জারুবিনকে পেসকভ বলেন, পুতিন তার বক্তব্যে বার বার ইউক্রেনে শান্তির জন্য কথা বলে আসছেন। তবে এটি একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া এবং এটি সহজ কোনো কাজ নয়।
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য অর্জন করা। এদিকে ট্রাম্প ইউক্রেনকে আবার অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল। এছাড়া তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে আরও অতিরিক্ত ৫০ দিন সময় দিয়েছেন।