খুঁজুন
                               
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ, ১৪৩২

চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠোনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

দেশকে উন্নত করতে হলে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে ও বিজ্ঞানে অবদান রাখতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ
দেশকে উন্নত করতে হলে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে ও বিজ্ঞানে অবদান রাখতে হবে

 ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৭ মে ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নতুন ভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ প্রশাসনিক অন্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
ড. মো. জিয়াউদ্দীন বলেন, বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের উন্নত বাংলাদেশ গড়তে হবে। নতুন প্রজন্মের ভাবনাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা আমাদের বড় সম্পদ। রাব্বুল আলামিন অসীম ক্ষমতাবান, তাই তিনি আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে চিন্তা করতে দেয়া হয় না। বলা হয়, বিজ্ঞান মানে ধর্মবিরোধী। বরং বিজ্ঞান আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, জীবনকে আরও সহজ করেছে। মানুষের কল্যাণে ঈশ্বরকে আরও ভালো করে ভাবতে সুবিধা করে দিয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের দেশকে যদি উন্নত করতে চাই, আমাদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিজ্ঞানে অবদান রাখতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, যে জ্ঞানী হবে, আমি তাকে বিজয় দান করবো। যতক্ষণ পর্যন্ত নিজেরা বদলে না যাবো, জ্ঞান চর্চা না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ উন্নত হবে না।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জীবনকে গড়তে হলে জ্ঞানার্জনের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে পৃথিবীর ভার্চুয়ালি যুগে টিকে থাকা যাবে না। শিক্ষাজীবনে বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও চাঁদপুর জেলাতে পালিত হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
স্টলে স্টলে বিজ্ঞানচিন্তা ও শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায় মেলায় অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের বানানো প্রকল্পে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, রোবটিক্স, স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি, কৃষিতে অটোমেশনসহ নানা বিষয়।
প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহের সৃষ্টি হয়।
তিনদিনব্যাপী মেলার আয়োজন ঘিরে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় বিজ্ঞান নিয়ে স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।
এই দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের চাঁদপুর জেলায় সফর উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে ঢেউটিন বিতরণ, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ক্ষৃদ্র-নৃ গোষ্ঠীর মাঝে গরুর বাছুর বিতরণ, উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋণ বিতরণ করেন। তাঁর সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর।

আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ সারা দেশের এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে। শুধুমাত্র মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করে পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে।
সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলার কথা তুলে ধরে তিনি বলেন, এ হামলা পূর্ব পরিকল্পিত সেটি প্রমাণিত। আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকতে পারতো উল্লেখ করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা দিয়েছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনা এসে পৌঁছান।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্র এ কথা জানিয়েছে। নিহত দুজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন।
স্বজনদের সঙ্গে কথা বলে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই ব্যক্তির লাশ স্বজনেরা নিয়ে গেছেন। হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে।
মৃত্যুর তথ্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি। তথ্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরকে কল দিলে তাঁরা কথা বলতে রাজি হননি। নিহত দীপ্ত সাহার চাচা বলেন, দীপ্ত দুপুরের খাবার খেয়ে তাঁর দোকানে যাচ্ছিলেন। শহরের চৌরঙ্গীতে তাঁর পেটে গুলি লাগে।
নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজী বলেন, ‘আমার ছেলেটাকে মেরে ফেলছে। আমার ছেলে তো কোনো দোষ করেনি। আমি আমার সন্তানকে কোথায় পাব?’ এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে। এরপর ১৪৪ ধারা জারি করা হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের (এনসিপি) বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু তাঁরা সমাবেশস্থলে এসে দেখেন, পরিস্থিতি ঠিক নেই।

গোপালগঞ্জ কারফিউয়ে থমথমে, আটক ১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ কারফিউয়ে থমথমে, আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করে প্রশাসন। কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
এদিকে চলমান কারফিউয়ে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। রাতে শহরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। আজ বৃহস্পতিবার ভোর থেকে এখনো পর্যন্ত রাস্তা-ঘাট, হাট-বাজারে মানুষের আনাগোনা নেই বললেও চলে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কারফিউয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। নেই টহলও। তবে জেলা কারাগারের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।