চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ছোট ছেলে মো. তাহিম হাসান ফাহিম (১২) মৃত্যুবরণ করেন। আর তিনি, তার স্ত্রী, বড়ো ছেলে ও পুত্রবধূ এবং সিএনজির চালকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারী ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় আইদি পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে হাজীগঞ্জে আসার পথে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বেপরোয়া বাস সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে সিএনজি থেকে মো. তাহিম হাসান ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। একই সময়ে তার পূত্রবধূ (ছেলে হৃদয়ের স্ত্রী) ও সিএনজির ড্রাইভারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে পূত্রবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাজী মনির হোসেনের স্বজন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, কাজী মনির হোসেনসহ তার পরিবারের ৫ জন সদস্য নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আইদি বাস চাপায় তাহিম ঘটনাস্থলে মারা যান। এ সময় কাজী মনিরের পরিবারের সবাই ও সিএনজির চালক আহত হয়েছেন। তার পূত্রবধূকে ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত তাহিম হাসানের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন