নির্বাচনের মাধ্যমে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় আওয়ামী লীগের হামলায় নিহত ছাত্রদল কর্মী রাকিব ও রায়হানের ১০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে যে পরিমাণে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েছে। এসব নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ। বর্তমান সরকারের কাছে দাবি দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। সেই সঙ্গে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা আবারও স্বাভাবিক হবে।
তিনি বলেন, শেখ মুজিব ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কারণে ২২ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আর তার মেয়ে শেখ হাসিনা দেশের মানুষের ওপর গুম,খুন, হত্যাসহ এতো জুলুম, নির্যাতন চালিয়েছে যে, তার জন্য আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের আওয়ামী বিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়াবাড়ি হানাহানি করে কিছু পাওয়া যাবে না। সকলে মিলেমিশে থেকে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলেই সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। সেই সরকার এ দেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে আমাদের দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকেই আসামি করা হয়। ১০ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি। আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতেই এই হত্যার বিচার করা হবে। যত হত্যাকাণ্ড নাটোরে হয়েছে, তাদের সকল বিচার আমরা করবে। নিহতদের পরিবার দীর্ঘ ১০ বছর ধরে নির্যাতিত ছিল। তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
আপনার মতামত লিখুন