খুঁজুন
                               
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২

ডি মারিয়ার চোখে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলার কারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
ডি মারিয়ার চোখে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলার কারা

আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের জবাবে কেউ বলবে মেসির নাম, আবার কারো চোখে ম্যারাডোনাই সেরা। এই দুই কিংবদন্তি ফুটবলারের পরের অবস্থান কাদের? বা যদি প্রশ্ন করা হয় আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলার কারা? ঠিক এমনই প্রশ্ন করা হয়েছে ডি মারিয়াকে। তবে আর্জেন্টিনার সেরা ৫ ফুটবলারকে বেছে নিতে বেশি দেরি করেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ মারিয়াকে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বাছতে বলেছিল। প্রথম তিনজনকে বাছতে বেশি কষ্ট করতে হয়নি মারিয়ার। তবে শেষ দুই ফুটবলার বেছে নিতে কিছুটা ভাবতে হয়েছে মারিয়ার।
‘লা নাসিওন’কে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার নাম বলতে গিয়ে মারিয়া সেরা তিনজনের মধ্যে রেখেছেন যথাক্রমে—মেসি, ম্যারাডোনা এবং মারিও কেম্পেস।
তবে যখন শেষ দুইজন কারা, এমন প্রশ্ন করা হয় তখন মারিয়া বেশ চিন্তায় পরে যায়। বেশ কিছুক্ষণ চিন্তা করে মারিয়া চারে ড্যানিয়েল প্যাসারেলা এবং পাঁচে রদ্রিগো ডি পলকে রাখেন। সেরা পাঁচে নিজেকে না রাখাই অনেকেই মানতে পারেনি তা।
সাক্ষাৎকারে মারিয়া বলেন, ‘(বাকি দুইজন কে) ঠিক জানি না। সম্ভবত (ড্যানিয়েল) প্যাসারেলা একজন। বর্তমান প্রজন্ম থেকে কাউকে বেছে নিতে পারি? আমার মনে হয়, জাতীয় দলের পুরো প্রজেক্টেই রদ্রি (রদ্রিগো ডি পল) খুব গুরুত্বপূর্ণ। দলকে সে জীবনের সঞ্চার করে! সবাই তাকে মাঠের ভেতরে ‘ইঞ্জিন’ বললেও মাঠের বাইরেও সে তা–ই। দলের ভেতরে বন্ধুত্ব ও ইতিবাচক মানসিকতা বয়ে আনে। অধিনায়কের আর্মব্যান্ড পরা ছাড়াই সে অধিনায়ক।’
এদিকে মারিয়া এটাও বলেছেন, সেরা পাঁচে অনেকেই তাকেও রাখতে পারে। তবে মারিয়ার কাছে সেরা তারকার চেয়ে বেশি ভালোবাসাটাই বড়।
মারিয়া বলেন, ‘যা যা জেতার প্রায় সবই জিততে পারাটা আমার পুরস্কার। আমি পূর্ণ এবং তাতে সুখী। লোকে চাইলে আমাকে শীর্ষ তিনে, পাঁচে, দশে কিংবা যেখানে খুশি রাখতে পারে। যত দিন তাঁরা আমাকে ভালোবাসেন, তত দিন পর্যন্ত র‌্যাঙ্কিং (অবস্থান) আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির হোসেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান, মনোনয়ন ফরম ক্রয়ের জন্যে তিনি চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বেছে নেবেন ভোটাররা—এমন আশা প্রকাশ করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সকল ভোটারের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন : সিইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন : সিইসি

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনূকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রবাসী, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করবো। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার। সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। এদিন দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। দু’দফায় প্রায় ৫০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধির সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

পাঁচতলা মাদ্রাসা ভবনের সানশেটে আটকা শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
পাঁচতলা মাদ্রাসা ভবনের সানশেটে আটকা শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Oplus_16908288

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদরাসার এসির আউটডোরে আটকা পড়া মো. রায়হান নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকালে টোরাগড় এলাকার আল ইহসান মাদরাসায় এই ঘটনা ঘটে। শিশুটির সহপাঠীরা জানায়, ওই মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন রায়হান নামের শিশুটি কীভাবে সানশেটে চলে যায় কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে, সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়ে। মাদ্রাসার শিক্ষকেরা রায়হানকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুই দিন আগে রায়হানকে এ মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।