খুঁজুন
                               
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন, ১৪৩২

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ণ
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এমন পরিস্থিতিতে ফিলিপাইন ও তাইওয়ানের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কম জনবসতির বাতানেস এবং বাবুয়ান দ্বীপে আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইফুনটি আঘাত হানতে পারে। প্রশান্ত সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়টি ‘দ্রুত বিস্তৃত’ হচ্ছে বলেও জানিয়েছে তারা।
ফিলিপাইনে টাইফুনটিকে ‘নান্দো’ হিসেবে অভিহিত করা হচ্ছে। অপরদিকে এটির আন্তর্জাতিক নাম দেওয়া হয়েছে রাগাসা। আজ রোববার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত সুপার টাইফুনটির মূল কেন্দ্রের বাতাসের গতিবেগ ছিল ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অপরদিকে এটির ঝড়ো গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি। ফিলিপাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জোনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, “ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারকে দ্রুত সরিয়ে নিতে স্থানীয় কর্মকর্তারা যেন কোনো কালক্ষেপণ না করেন।”
অপরদিকে তাইওয়ান বলেছে তাদের পূর্বাঞ্চলের হাউলিয়েন এলাকা থেকে ৩০০ মানুষকে সরিয়ে নিতে হবে। তবে টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, “আমরা ধারণা করছি আজ রাতে একটি স্থল টাইফুনের সতর্কতা জারি করা হতে পারে এবং কাল সকাল ৬টায় তাইওয়ানের সমুদ্রতীরবর্তী স্থানে টাইফুনটি আসতে পারে।” ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুপার টাইফুনের প্রভাবে মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ‘প্রবল বন্যা ও ভূমিধসের’ ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেছেন, “আমরা ধারণা করছি সুপার টাইফুনের প্রভাব আজ রাত থেকে আমরা পাব। সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে কাল সকাল ৮টায়।” সুপার টাইফুনের কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। যেখানে আজ দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। সূত্র: এএফপি

চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

 চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫)  রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার  সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা.  সালেহ আহমেদ,  চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার ও ড্যাব নেতা  বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল।
অনুষ্ঠানে বিসিএস-এ চান্স পাওয়া ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া সংবর্ধিত ডাক্তাররাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে  বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ফরিদগঞ্জের জয়

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ফরিদগঞ্জের জয়

চাঁদপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে মাঠে গড়ালো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুর জেলার ৮টি উপজেলার ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট. শাহজাহান মিয়া, শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকরা।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল মতলব দক্ষিণ উপজেলাকে ২- ১ গোলে হারিয়ে জয়লাভ করে। জেলার আট উপজেলার ৮টি ফুটবল দলকে ২ গ্রুপে ভাগ করে এই আয়োজন। নক আউট পদ্ধতিতে এই খেলার প্রথম সেমিফাইনাল ২৬ ও ২য় সেমিফাইনাল ২৭ সেপ্টেম্বর এবং আগামী ৩ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আবারও সমীকরণের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
আবারও সমীকরণের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। সুপার ফোরে যেতে লাল সবুজদের এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানদের ৮ রানের ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। তবে ম্যাচটি ২৫ বা তার বেশি রানে জিতলে গ্রুপের অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো না টাইগারদের। সুযোগও তৈরি হয়েছিল। তবে ১৯তম ওভারের পঞ্চম বলে রান আউট মিস করে সে সুযোগ নষ্ট করে মোস্তাফিজুর রহমান। আফগানদের শেষ এ উইকেটটি তখন তুলে নিতে পারলে ২২ রানের জয় পেত লাল সবুজরা। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারে কঠিন সমীকরণে পড়েছে টাইগারদের সুপার ফোরের যাত্রা।
গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে লিটনরা। তাদের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ১.৫৪৬ নেট রান রেট নিয়ে সুপার ফোর অনেকটা নিশ্চিত শ্রীলঙ্কার। ২ ম্যাচে ২ পয়েন্ট ও ২.১৫০ নেট রান রেট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তানও।
সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে সমীকরণ : বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। এ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লঙ্কানদের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে আফগানদের তুলনায় পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে লাল সবুজরা। তবে শ্রীলঙ্কা হারলে প্রসঙ্গ আসবে নেট রান রেটের। কারণ তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪ করে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দুদল যাবে সুপার ফোরে। ভালো অবস্থানে থাকায় শেষ ম্যাচে জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের। তখন বাংলাদেশকে প্রার্থনা করতে হবে রশিদের বড় জয়ে।
আগে ব্যাট করলে আফগানদের জিততে হবে ৬৫ বা তার বেশি ব্যবধানে। আর পরে ব্যাট করলে জয় তুলে নিতে হবে ৫০ বল হাতে রেখেই। কেবল তখনই নেট রান রেটে লঙ্কানদের তুলনায় এগিয়ে যাবে বাংলাদেশ।
আবুধাবির পিচে লঙ্কানদের বিপক্ষে আফগানদের এত বড় জয় অসম্ভবই বলা চলে। তার চেয়ে টাইগারদের সহজ সমীকরণ লঙ্কানদের জয়। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হেরে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত করেছে ‘বি’ গ্রুপের অন্য দল হংকং।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরের পথে আছে ভারত ও পাকিস্তান। বড় দুই পরাশক্তির ভিড়ে গ্রুপের অন্য দুদল সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পরের ধাপে যাওয়া একপ্রকার অসম্ভব।