খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ, ১৪৩২

দেশের ৮ জেলায় বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
দেশের ৮ জেলায় বন্যার শঙ্কা

বৃষ্টিপাত বেড়ে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। মঙ্গলবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন সতর্কতা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার স্থানসমূহে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে মূলত দেশের গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল বাড়ার উল্লেখযোগ্য প্রবণতা পরিলক্ষিত হয়। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে আগামী দুদিন বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানের অববাহিকার অনেক স্থানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা পরে হ্রাস পেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে ১২ থেকে ১৪ আগস্ট অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বর্ণিত অঞ্চলে স্থানভেদে তিন দিনে সর্বমোট ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। এই সময়ে উক্ত নদীসমূহের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
এদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল ধীর গতিতে বেড়েছে। গঙ্গা নদীর পানির সমতল আগামী তিন দিন (১৫ আগস্ট ৯টা পর্যন্ত) স্থিতিশীল থাকতে পারে এবং ১৫ আগস্টের পর থেকে পরবর্তী ১২ দিন (২৭ আগস্ট পর্যন্ত) হ্রাস পেতে পারে।
যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিন (১৬ আগস্ট ১টা পর্যন্ত) পদ্মা নদীর পানির সমতল বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরে ১৯ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ওই নদীসমূহের পানির সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে।

চাঁদপুর উইমেন চেম্বারের ‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
চাঁদপুর উইমেন চেম্বারের ‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার

চাঁদপুর উইমেন চেম্বারের আয়োজনে ‘নারী উদ্যোগক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর শহরের ওয়াই ডাব্লিউ সিএ-এর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) আরিফুজ্জামান, সোনালী ব্যাংকের ডিজিএম সঞ্জয় কুমার রায়, ব্যাংকার্স ক্লাবস সাধারণ সম্পাদক কাজী কাউছার আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাশ, চাঁদপুর ওয়ান ব্যাংকের পরিচালক মহসীন খান,  ব্রাক ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসাইন, ব্যাংকার্স ক্লাবের সদস্য ইউসুফ আলী খান এবং ব্যাবসায়ী ও সমাজকর্মী ফয়সাল আহমেদ বাহার।
চেম্বারের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মণ, পরিচালক আফরোজ জাহান, পরিচালক রোটা. রাশেদা আক্তার। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সবাই মিলে স্মার্ট শপ -এর সত্বাধিকারী তানিয়া ইসলাম, স্বাদ বাংলার সত্বাধিকারী অনিকা তাবাসসুম তুস্মি এবং নারী উদ্যোগক্তা প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংকার, চাঁদপুর উইমেন চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও সুধীজন প্রমুখ।

ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

আগে নাগরিক সেবাসমূহের সনদ নিতে হলে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হতো। এখন আর সেটা করতে হয় না। আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই অনলাইনে নাগরিক সেবাসমূহের সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন।
চলুন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হতে সব থেকে বেশি প্রচলিত সেবা নাগরিক সনদপত্র খুব সহজভাবে পাওয়ার ধাপগুলি যেনে নিই।
নাগরিক সনদপত্র কী?
নাগরিক সনদপত্র হলো এমন একটা কাগজ, যেটা দিয়ে প্রমাণ হয় আপনি বাংলাদেশের কোন এলাকার নাগরিক। এটা অনেক কাজে লাগে, যেমন:
ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে
এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন
– পাসপোর্ট করতে – স্কুলে ভর্তি নিতে – জমি কেনাবেচায় – চাকরির জন্য – সরকারি ভাতা নিতে – ব্যাংক অ্যাকাউন্ট খুলতে
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
ধাপ ১: ওয়েবসাইটে যান
আপনার ইউনিয়ন বা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সাধারণত এই লিংকে পাওয়া যায়: অনলাইনে সনদপত্র প্রদান প্রসঙ্গে
ধাপ ২: নাগরিক সনদ সিলেক্ট করুন
ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ওয়েবসাইটে গিয়ে সেবাসমুহের তালিকা থেকে ‘নাগরিক সনদ’ নির্বাচন করুন।
ধাপ ৩: ফর্ম পূরণ করুন
একটা ফর্ম আসবে, যেখানে কিছু তথ্য দিতে হবে:
– আপনার নাম
– বাবার/মায়ের নাম
– জন্মতারিখ
– এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর
– ঠিকানা
– মোবাইল নম্বর
– ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র (স্ক্যান/ফটো)
ধাপ ৪: ফি পরিশোধ করুন
ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নিধারিত ফি প্রদান করতে হয়। আপনি বিকাশ/নগদ/রকেট দিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন।
ধাপ ৫: আবেদন সাবমিট করুন
সব তথ্য ঠিকঠাক দিয়ে সাবমিট করুন। এরপর আপনি একটা রিসিপ্ট বা ট্র্যাকিং নম্বর পাবেন—সেটা সংরক্ষণ করে রাখুন।
সনদপত্র কীভাবে পাবেন?
– স্বল্প সময়ে আপনার আবেদন যাচাই হবে।
– এরপর আপনি SMS পাবেন।
– আপনি চাইলে অনলাইন থেকে সনদের কপি ডাউনলোড করতে পারবেন।
– অথবা অফিসে গিয়ে মূল কপি (হার্ড কপি) নিতে পারবেন।
কিছু টিপস :
– সব তথ্য ঠিকমতো দিন—ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে।
– ছবি বা ডকুমেন্ট যেন স্পষ্ট হয়।
– আবেদন করার পর মাঝে মধ্যে ওয়েবসাইটে গিয়ে দেখে নিন—আপনার সনদ রেডি হয়েছে কি না।
বাংলাদেশে এখন নাগরিক সেবা সমুহের সনদ পেতে আর অফিসে দৌড়াদৌড়ির দরকার নেই। মোবাইল বা কম্পিউটার থাকলেই ঘরে বসেই সবকিছু করা যায়। তাই সময় ও ঝামেলা বাঁচাতে এখনই অনলাইনে আবেদন করে ফেলুন।

ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি : ভূমধ্যসাগরে প্রাণ হারাল ২৬ অভিবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি : ভূমধ্যসাগরে প্রাণ হারাল ২৬ অভিবাসী

ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) ভোরে ভূমধ্যসাগরের বিপজ্জনক সমুদ্রপথে যাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইতালির কোস্টগার্ড।
তদন্তকারী সূত্রের বরাত দিয়ে জানানো হয়, দুটি নৌকায় মোট ৯২–৯৭ জন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসী লিবিয়া থেকে রওনা হয়েছিলেন। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে আতঙ্কিত যাত্রীরা পাশের ফাইবারগ্লাস নৌকায় উঠে পড়েন। অতিরিক্ত যাত্রীর ভারে সেটি অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।
ঘটনাস্থল লাম্পেদুসা থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল (২৩ কিমি) দূরে। খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও রেডক্রসের সদস্যরা। অভিযানে ব্যবহৃত হয় ৫টি জাহাজ, ২টি বিমান এবং ১টি হেলিকপ্টার।
এ পর্যন্ত অন্তত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। আহত ৪ জনকে লাম্পেদুসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে অনুসন্ধান চলছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, “এই পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত হয়েছে।” ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও উদ্ধার অভিযানে সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “এ ধরনের ট্র্যাজেডি রোধ করতে হলে মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত ও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
লাম্পেদুসা দ্বীপ উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত। বিপজ্জনক নৌযাত্রার কারণে প্রায়ই ডুবে যাওয়ার ঘটনা ঘটে। শুধু চলতি বছরেই (২০২৫) কেন্দ্রীয় ভূমধ্যসাগর দিয়ে যাত্রার সময় অন্তত ৬৭৫ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল এক হাজারেরও বেশি।
ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৩৮ হাজারের বেশি অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যদিও ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা কিছুটা কম, কিন্তু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে।
তথ্যসূত্র: ইতালিয়ান কোস্টগার্ড, UNHCR, এপি নিউজ, রয়টার্স, আল জাজিরা