খুঁজুন
                               
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র, ১৪৩২

আরব সাগরে ‘পাল্টাপাল্টি’ নৌ-মহড়া চালাবে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
আরব সাগরে ‘পাল্টাপাল্টি’ নৌ-মহড়া চালাবে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের নৌবাহিনী আগামী ১১ ও ১২ আগস্ট আরব সাগরে ‘পাল্টাপাল্টি’ নৌ মহড়া পরিচালনা করবে। দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী দেশ চার দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার তিন মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ১১-১২ আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। পাকিস্তান নৌবাহিনীও একই সময়ে অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামুদ্রিক মহড়া পরিচালনা করবে। আরব সাগর সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।
এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত-পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া করেছে। বাহিনীর প্রধান অমর প্রীত সিং সম্প্রতি বলেছেন, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।

দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে :  আজম খান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে :  আজম খান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে গনসংযোগ ও বিভিন্ন নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বাদজুম্মা প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের চাঁদখার দোকান খান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

এসময় বিএনপি নেতা আজম খান বলেন, গত শাসনামলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে কোনো একটি দূর্নীতি পায়নি সরকার। গত ১৬ বছরে কোথাও শেখ হাসিনা সরকার তারেক রহমানের একটি ব্যাংক একাউন্ট পায়নি যেখানে তারেক রহমানের নামে অবৈধভাবে অর্থ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে কোনো দূর্নীতি না থাকা সত্ত্বেও তাদেরকে অনেক অপবাদ অপদস্থ করা হয়েছিল।

আজম খান আরো বলেন, আমি চাঁদপুর-৩ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।  কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

এসময় নামাজ শেষে সকলের জন্য দোয়া ও মিলাদ পড়া হয়েছে। পরে তিনি আশিকাটি ইউনিয়নের বিভিন্ন রোড়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ওসহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

যুদ্ধ বন্ধে ভূখণ্ড চায় রাশিয়া, ইউক্রেনকে দিতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
যুদ্ধ বন্ধে ভূখণ্ড চায় রাশিয়া, ইউক্রেনকে দিতে হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) কয়েক ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় সেখানে উপস্থিত হন রুশ প্রেসিডেন্ট পুতিনও।সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। কিন্তু কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি।
বৈঠক ও সংবাদ সম্মেলন শেষ করেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এতে তিনি জানান, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে।
ফক্স নিউজের সাংবাদিক ও সাক্ষাৎকার গ্রহণকারী সিন হ্যানিটি তখন ভূখণ্ড দেওয়া এবং মার্কিনিদের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এসব বিষয়ে আমরা অনেকটা সম্মত হয়েছি। আসলে, আমরা অনেক বিষয়ে সম্মত হয়েছি। আমি আপনাকে বলতে পারি, এ বৈঠকটি ছিল উষ্ণ বৈঠক।”
পুতিনকে ‘শক্তিশালী ব্যক্তি’ এবং ‘কঠোর’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তবে তা সত্ত্বেও তাদের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধে বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে। এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে। তিনি বলেন, “আমি মনে করি আমরা (যুদ্ধ) শেষের খুব কাছে আছি। এবং দেখুন, ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য কোনো উপদেশ আছে কি না? এমন প্রশ্ন ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”

চাঁদপুর উইমেন চেম্বারের ‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
চাঁদপুর উইমেন চেম্বারের ‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের আয়োজনে ‘নারী উদ্যোগক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) আরিফুজ্জামান, সোনালী ব্যাংকের ডিজিএম সঞ্জয় কুমার রায়, ব্যাংকার্স ক্লাবস সাধারণ সম্পাদক কাজী কাউছার আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাশ, পূবালী ব্যাংক নতুন বাজার শাখার প্রিন্সিপাল অফিসার রাসেল আহমেদ, চাঁদপুর ওয়ান ব্যাংকের পরিচালক মহসীন খান, চাঁদপুর কৃষি ব্যাংকের পরিচালক মাসুদ রেজা, ব্রাক ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসাইন, ব্যাংকার্স ক্লাবের সদস্য ইউসুফ আলী খান এবং ব্যাবসায়ী ও সমাজকর্মী ফয়সাল আহমেদ বাহার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকগুলো থেকে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে লোন সহায়তা দিয়ে থাকে। সেটি চার দেয়ালের মধ্যে বন্দি না রেখে উদ্যোক্তাদের জানাতে হবে। লোন দেওয়ার পর তাদের ব্যবসার খোঁজ খবর রাখতে বেন। তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে হবে। তারা যদি কোন সমস্যায় পড়ে তাহলে পরামর্শ দিয়ে অথবা অন্য কোন ভাবে সহযোগিতা করতে হবে। এতে করে আপনার গ্রাহক ভালো থাকবে। আর গ্রাহকরা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। বিভিন্ন অনুষ্ঠানে উদ্যোক্তাদের ডেকে তাদের সাফল্যের গল্প শুনবেন। এতে করে তারা অনুমানিত হবে এবং নতুনরা তাদের কাছ থেকে শিখতে পারবে।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি নিজের পরিবারের কারো কাছ থেকে টাকা ধার নেন, তাহলে সেও চিন্তা করবে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কি না। ব্যাংক যেহেতু অন্যের টাকা আপনাকে ব্যবসা করার জন্য দিবে, সেহেতু অবশ্যই আপনার সম্পর্কে তার জানতে হবে। এজন্য যখন থেকে আপনার ব্যবসা করার চিন্তা হবে এবং ব্যাংক থেকে সহায়তা নেওয়া ইচ্ছে জাগবে, তাহলে প্রথমেই আপনাকে ব্যাংকে একটি একাউন্ট খুলতে হবে। ব্যবসার থেকে কিছু আয় হলে সেটি ব্যাংকে রাখবেন, প্রয়োজন আবার তুলবেন। এতে করে ব্যাংকের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। বাকি যেই নিয়ম কানুন রয়েছে সেটি আপনারা জেনে নিবেন। ব্যাংক থেকে যে প্রশিক্ষণ দেয়া হয় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মণ, পরিচালক আফরোজ জাহান আখন, পরিচালক রোটারিয়ান রাশেদা আক্তার। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সবাই মিলে স্মার্ট শপ -এর সত্বাধিকারী তানিয়া ইসলাম, স্বাদ বাংলার স্বত্ত্বাধিকারী অনিকা তাবাসসুম তুস্মি এবং নারী উদ্যোগক্তা প্রিয়াঙ্কা।