খুঁজুন
                               
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র, ১৪৩২

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। পোস্টে আরও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়।

শিশু-কিশোরদের কাছে সাঁতার কেবল একটি খেলা নয়, বরং জীবন রক্ষার অনন্য কৌশল : জেলা প্রশাসক

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
শিশু-কিশোরদের কাছে সাঁতার কেবল একটি খেলা নয়, বরং জীবন রক্ষার অনন্য কৌশল : জেলা প্রশাসক

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’এর অংশ হিসেবে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সড়স্খ অঙ্গীকার লেকে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মহসিন উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেক্রেটারি মাহবুবুর রহমান শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রমুখ ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন,সাঁতার বাংলাদেশের ঐতিহ্যের অংশ। নদীমাতৃক এই দেশের শিশু-কিশোরদের কাছে সাঁতার কেবল একটি খেলা নয়, বরং জীবন রক্ষার অনন্য কৌশল। চাঁদপুর জেলা প্রশাসন সাঁতারের মতো জীবনঘনিষ্ঠ খেলাকে উৎসাহিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এই প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয়, বরং তরুণদের সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে অনন্য ভূমিকা রাখবে। তারুণ্যের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকবে।
জাতীয় পর্যায়ে মানসম্পন্ন সাঁতারু গড়ে তোলা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে সমৃদ্ধ করা আমাদের মূল লক্ষ্য। এজন্য স্কুল-কলেজ পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাঁতার প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জাকসু নির্বাচন: শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
জাকসু নির্বাচন: শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জাকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
এছাড়া, এজিএস (ছাত্র) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান, এবং এজিএস (ছাত্রী) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।
নির্বাচনের বিস্তারিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩,৩৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিএস বিজয়ী মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট।
সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান পেয়েছেন ২,৩৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ২,১৪০ ভোট। এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩,৪০২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালিহা নামলাহ পেয়েছেন ১,৮৩৬ ভোট।

চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন

কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া দশটার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়া ইন্না… রাজিউন)। তার বয়স হয়েছির ৭১ বছর। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী ফরিদা পারভীনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন ফরিদা পারভীন। ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় ফরিদা পারভীনের জন্ম। পারিবারিক সূত্রেই এসেছেন গানের ভুবনে। এরপর গানের সাথে কাটিয়েছেন ৫৭ বছর।
মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি পাওয়া ফরিদা পারভীন লালন সংগীতের মাধ্যমে নিজেকে পরিচিতির শিখরে পৌঁছে দেন। ১৯৭৮ সালে একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গানের প্রতি উৎসাহী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।