খুঁজুন
                               
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ, ১৪৩২

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে এএসপি খায়রুল কবীর

মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫’। শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচটি আয়োজন করে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, যার মূল উদ্দেশ্য সমাজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর বলেন, “আজকের এই আয়োজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সমাজে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে, তা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা।” তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নেতৃত্বের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং আমরা চাই সকলে মিলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্যে এবং আশা করি এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজিত হবে, যা সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, “আমরা সবসময় চেষ্টা করি মতলব উত্তর থানা এলাকাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জায়গা হিসেবে গড়ে তুলতে। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমি আহ্বান জানাবো, যে কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে আপনারা আমাদের জানাবেন। আপনারা আমাদের অংশীদার—একসাথে কাজ করলে আমরা অবশ্যই একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সেই পথেই একটি বড় পদক্ষেপ।”
মতলব দক্ষিণ থানার ওসি সালে আহম্মেদ বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই, এসব প্রতিরোধে সকলে এগিয়ে আসুক। পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আয়োজকদের এমন একটি সময়োপযোগী আয়োজন করার জন্যে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাবের সদস্য রোকন সরকার।
মাঠে মুখোমুখি হয় মতলব সোনালী অতীত বনাম গৌরিপুর ভোরের সাথী। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গৌরিপুর ভোরের সাথী একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। দর্শকদের উপচেপড়া ভিড় এবং প্রাণবন্ত উৎসাহ পুরো খেলাকে উৎসবমুখর করে তোলে।
এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সমাজসেবক মনছুর আলম ইমন (আমেরিকা) ও কামরুল হাসান রাসেল (ইতালি)। তাঁদের আন্তরিক সহযোগিতা এবং উৎসাহ প্রদানের জন্যে আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও স্মারক প্রদান করা হয়। এ ধরনের আয়োজন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজে মাদকবিরোধী আন্দোলনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—এমনটাই বিশ্বাস করেন আয়োজকরা। নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুসরণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে।

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিনের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন। এ ছাড়া আগামী দিনে দেশকে এগিয়ে নিতে এবং জনস্বার্থে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় তা নিয়ে সভায় উপস্থিত সবার মতামত নেওয়া হয়।
সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানটি সময়ের প্রয়োজনে জুতসই স্লোগান। আর এই স্লোগানই আমাদের সব শুভ কাজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সভায় আরো বক্তব্য রাখেন বসুন্ধরা-শুভসংঘ চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা লায়ন গোলাম হোসেন টিটু, রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন। আর পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ।

মালয়েশিয়ায় এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
মালয়েশিয়ায় এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টা অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৯ জুলাই) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। তিনি বলেছেন, ১৬০ কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান। সেখানে তারা ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। যারমধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালান তারা।
যেসব অভিবাসীকে আটক করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
বাসরি ওথমান বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করা, ভিসা আইন অমান্য করা এবং পরিচয়পত্র না রাখার অভিযোগে ১৭১ জনকে আটক করা হয়েছে।
তিনি জানিয়েছেন, আটক এড়াতে কিছু অভিবাসী দোকানের কাস্টমার সাজার চেষ্টা করেন। কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।
আটক সবাইকে সেলানগোরের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় অভিযান চালিয়েছিলেন ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা।
এরআগে গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
ওইদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের। এরআগে গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
ওইদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

টেস্টে ৯ বছর পর মুখোমুখি নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
টেস্টে ৯ বছর পর মুখোমুখি নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে

নয় বছর পর টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় কিউইরা। অন্যদিকে হারের বৃত্ত ভেঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের টেস্ট ম্যাচ জয়ের লক্ষ্য রোডেশিয়ানদের। বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
২০১৬ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল ব্ল্যাক-ক্যাপসরা। এরপর আর টেস্ট ফরম্যাটে দেখা হয়নি দু’দলের।
দীর্ঘ ৯ বছর পর আবারও টেস্টে দেখা হচ্ছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা খেয়েছে কিউই শিবির। ঘাড়ের ইনজুরিতে সিরিজের প্রথম টেস্টে খেলবেন না অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে স্যান্টনারের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সুস্থ হয়ে উঠলে আবারও দলে ফিরবেন ল্যাথাম। জিম্বাবুয়ে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই কেন উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল ব্রেসওয়েল ও বেন সিয়ার্স।
নতুন মুখ হিসেবে দলে রাখা হয়েছে দুই পেসার জ্যাকব ডাফি ও ম্যাট ফিশারকে। দেশের জার্সিতে ইতোমধ্যে ১৪ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডাফি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলে ৫১ উইকেট নিয়েছেন ফিশার।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করতে চাই আমরা। তিন বিভাগেই আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।’
গেল মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে জ্বলে উঠতে মরিয়া স্বাগতিকরা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ক্রিকেট খেলেছে দল। আশা করি, এবার প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে পারব আমরা।’
১৯৯২ সালে প্রথম টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ১১টিতে। ড্র হয়েছে ৬টি টেস্ট।