ফরিদগঞ্জে সভাপতির কলেজে আগমনের কথা শুনে পালালেন অধ্যক্ষ


ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজের আগমনের সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাড়াই নবগঠিত এডহক কমিটির সভাপতি কলেজ শিক্ষক মিলনায়তনে পরিচিত সভা করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে তার মুঠো ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, গত ২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সহধর্মিণী ডা. আনোয়ায়ার হকের পরিবর্তে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির রাজস্ব ও ব্যাংকি বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন। সে অনুযায়ী বুধবার (৭ মে) সকালে কলেজের নবনির্বাচিত সভাপতি কলেজে আসেন। নয়া সভাপতির কলেজে আসার সংবাদ শুনে মাত্র ১০ মিনিট আগে তড়িঘড়ি করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা সটকে পড়েন।
কলেজে এসে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার মুঠো ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারী দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, তারা এইমাত্র শুনেছেন। অধ্যক্ষ তাদের এই বিষয়ে কিছুই জানাননি। তিনি জরুরি কাজে কিছুক্ষণ আগে বাইরে গিয়েছেন- বলে আমরা শুনেছি। কলেজের সাবেক অভিভাবক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান জানান, সাবেক এমপি হিসেবে নয়, লায়ন মো. হারুনুর রশিদ আজ কলেজে এসেছেন নয়া কমিটির সভাপতি হিসেবে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার আসার কথা শুনে পালিয়ে গেছেন।
আপনার মতামত লিখুন