খুঁজুন
                               
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে দোয়াভাংগা -পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন প্রাণ হারান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ট্রাক চালক পালিয়ে যায়।

শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার বিকেলে বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে সমাবেশ শুরু হয়। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসস্টেশন গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা আমীর ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এড. মো: শাহজাহান খান, সদর আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজী, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আরো সহ জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দাবি জানান। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, তার ওপর গণভোট আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে সোমবার বিকেল ৪টায় শহরের বিপণীবাগ জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি- হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ হবে। জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি একতরফাভাবে নির্বাচন আয়োজনের পথে এগোয়, তা হলে তা জাতীয় অস্থিতিশীলতা ও রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচনের নামে তামাশা সহ্য করা হবে না। সচিব থেকে শুরু করে ডিসি-এসপি পর্যন্ত ভাগবাটোয়ারা চলছে। এ ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচন পরিচালনা জনগণ কখনো মেনে নেবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন আয়োজন করলেই কেবল দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ইসলামী আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ডা. বেলাল হোসাইন, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, শাহজামাল গাজী সোহাগ ও যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিপণীবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিত্রলেখা মোড় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক অতিক্রম করে বায়তুল আমিন চত্বরে শেষ হওয়ার কথা থাকলেও, শহরে তীব্র যানজট থাকায় সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয় ‍ৃ

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ণ
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখে জেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ ও র‍্যালিতে জেলা, উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, যে নির্বাচনের জন্যে দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে, সেই নির্বাচন সন্নিকটে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট কথা, আমরা যেনো নিজেরা নিজেদের সাথে কোনোরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
শেখ মানিক দলের নেতা-কর্মীদের অনুরোধ করে বলেন, যাদের নামে অভিযোগ রয়েছে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার, দল থেকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে, তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে না। তিনি বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন্ এলাকায় কাকে মনোনয়ন দিয়েছেন তা ঘোষণা না হয়, ততদিন পর্যন্ত আমরা ধানের শীষে ভোট চাইবো। বাংলাদেশের জনগণের জন্যে খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও ভণ্ডামি হচ্ছে। ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্যে ভণ্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান কবির খোকা প্রমুখ।
জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। র‍্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে শহর এলাকা।