আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই : ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিটি ক্ষুধার্ত মানুষের সামনে খাবার, বস্ত্রহীনের বস্ত্র, অবৈতনিক শিক্ষা ও ন্যায্য বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব। জামায়াত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে, অমুসলিমরা পূর্ণ নিরাপত্তা পাবে, তাদের সব অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবে, ইনশাআল্লাহ। দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক দলকেই তো দেখেছেন, আমাদের একটি সুযোগ দিন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালীবাড়ি মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মানিত করা থেকে বিরত থাকতে হবে। আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।
তিনি বলেন, আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি, দেশকে গড়ে তুলি, আসুন সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের প্রথা রাজনীতিতে পরিহার করি। আমাদের নিজেদের দলগুলোর ভেতরে যদি কোনও সংস্কারের প্রয়োজন হয়, আমরা সেখানেও সংস্কার করবো। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি পজেটিভ সুবাতাস ছড়িয়ে দিতে চাই।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোনও জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন। বর্তমান নির্বাচন পদ্ধতির চেয়ে পিআর পদ্ধতির নির্বাচনকে আমরা ভালো মনে করছি জানিয়ে তিনি বলেন, বিশ্বের ৬০ থেকে ৯০টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এখানে প্রত্যেকটি মানুষের মতকে বিবেচনা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বড় দল ও জনপ্রিয় এবং বুদ্ধিভিত্তিক ব্যক্তিরা সরকারে অংশগ্রহণের সুযোগ পায়। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলার সাবেক আমির মাও. আব্দুর রহিম পাটোয়ারী প্রমুখ।
আপনার মতামত লিখুন