নিজেকে শেষ করতে চেয়েছিলেন শাবানা আজমি
বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। বিভিন্ন ধরনের চরিত্রে তার অভিনয়গুণ নজর কেড়েছে দর্শকের। তবে অভিনয় ছাড়াও মাঝে মধ্যেই লাইমলাইটে উঠে আসে তার ব্যক্তি জীবনও। কিন্তু জানেন, এই অভিনেত্রী একবার নয়, দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন! শাবানা আজমির বাবা ছিলেন জনপ্রিয় কবি শওকত আজমি। সাংস্কৃতিক দিক দিয়ে বরাবরই সমৃদ্ধ ছিল তার পরিবার। খ্যাতনামাও বটে। কিন্তু এমন পরিবারে জন্মানোর পরেও শাবানা আজমির ছোটবেলা বা জীবনের শুরুর দিকটা বেশ ইমোশনাল চ্যালেঞ্জের মধ্যে কেটেছে। বহু লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি জাভেদ আখতারকে বিয়ের পর ভ্রূ কুঁচকে মানুষ তাকিয়েছে তার দিকে, চর্চা হয়েছে তাদের সম্পর্ক নিয়ে।
জাভেদ আখতার মাঝে মধ্যেই শাবানা আজমির বাড়ি যেতেন তার বাবাকে কবিতা শোনাতে। সেই থেকেই তাদের মধ্যে যোগাযোগ বা আলাপের শুরু; গড়ে ওঠে সম্পর্কও। কিন্তু যেহেতু তখন জাভেদ আখতার বিবাহিত ছিলেন, সন্তান ছিল তার, তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর বাড়ি থেকে মানা হয়নি এই সম্পর্ক। যদিও পুরোনো স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর ১৯৮৪ সালে শাবানা আজমিকেই বিয়ে করেন জাভেদ আখতার। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেও দুইবার আত্মহত্যা করতে গিয়েছিলেন শাবানা আজমি। তবে সেটার কারণ সম্পর্ক বিষয়ক কিছু নয়। শোনা যায়, তার ভাইয়ের সঙ্গে তার তুলনা করা হতো বারবার। সেখান থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকেন অভিনেত্রী আর সেই কারণেই নিজেকে শেষ করতে চেয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে অঙ্কুর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাবানা আজমি। সেই ছবিতে তিনি এক স্বাধীন, শক্তিশালী, আত্মনির্ভর নারীর চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে শাবানা আজমি তার বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধরনের নারী চরিত্রে কাজ করেছেন। নারীদের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস
আপনার মতামত লিখুন