খুঁজুন
                               
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

কমবে রাতের তাপমাত্রা বাড়বে শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
কমবে রাতের তাপমাত্রা বাড়বে শীতের প্রকোপ

আগামী ৭২ ঘণ্টা এবং পরবর্তী সময়ে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিনের তুলনায় রাতে শীতের প্রকোপ আরেকটু বাড়তে পারে। সোমবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে এটি আরও গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অপরদিকে আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী আজ ও আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী দিন বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়।

চাঁদপুর পৌর,সদর ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
চাঁদপুর পৌর,সদর ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

চাঁদপুর পৌর ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষণা করা হয়েছে হাইমচর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। চাঁদপুর  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক  ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক  কমিটিতে মো. আক্তার হোসেন মাঝিকে আহ্বায়ক ও অ্যাড. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. শাহজালাল মিশনকে আহ্বায়ক ও অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে। হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. আমিন উল্যাহ বেপারীকে আহ্বায়ক ও মো. মাজহারুল ইসলাম শফিককে সদস্য সচিব করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটি আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে এই একটি পৌরসভা ও দুটি উপজেলা বিএনপির অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক আগামী ১০-৩-২০২৫ খ্রি. তারিখের মধ্যে উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন বাধ্যতামূলক বলে নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর পৌর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মোঃ আক্তার হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ সেন্টু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আ. কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন আহমেদ পলাশ, যুগ্ম আহ্বায়ক হাজী শাহজালাল শেখ, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সম্মানিত সদস্য হাজী মোশাররফ হোসাইন, নজরুল ইসলাম বেপারী, শহীদুল ইসলাম মক্কু, মোশারফ হোসেন লিটন, মজিবুর রহমান লিটন, কাজী মঈনুল হক জীবন, মো. সালাউদ্দিন সেলিম, হুমায়ুন কবির হুমা, দ্বীন মোহাম্মদ ঝিল্লু, ইমান আলী মিয়াজী, শেখ সালমান, মনিরুল ইসলাম, কবির হোসেন মিয়াজী, জোহরা আনোয়ার হীরা, নাহিদা রহমান সেতু, ফারজানা আক্তার লাকি, আনোয়ার হোসেন মানিক, অ্যাড. আক্তার হোসেন সরকার, মো. বোরহান খান, শিরিন ফারজানা আফরোজ ( রোজি), আনোয়ার হোসেন বাচ্চু, আ. শহীদ ঢালী, মফিজ মোল্লা  ও ইষিতা বেগম।
চাঁদপুর সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. শাহজালাল মিশন, যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খাঁন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম মেহেদী, সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য : আলমগীর আলম জুয়েল, একেএম ফজলুল হক সেলিম, আ.মান্নান খান, মনিরুজ্জামান মানিক, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, মো. বারেক খন্দকার, জাকির হোসেন তালুকদার, মোশারফ সিকদার, গাজী মোহাম্মদ মাসুদ রায়হান, বরকতউল্লা খান, শরীফ আহমেদ খান, শাহ নেওয়াজ সরকার মিলন, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, সাহানারা বেগম শানু, নাসরিন আক্তার, ওয়াহিদা আক্তার মুন্নি, চান মিয়া চৌকিদার, আমির হোসেন গাজী ও আনিসুর রহমান পিটার।

হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. আমিন উল্যাহ বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক কাজী ইসাহাক খোকন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ গাজী, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন আখন, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ আবু তাহের, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম (শফিক), সম্মানিত সদস্য : এ কে এম মহিববুল্লাহ, মো. আ. কুদ্দুস মেহনতী, মো. নাসিরুদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন মাস্টার, সালাহ উদ্দিন হাওলাদার, মো. কামাল হোসেন বাচ্চু, মো. ওবায়েদ উল্লাহ, মো. খোরশেদ আলম চৌকিদার, মো. মনির শিকদার, মো. নজরুল হক মাষ্টার, আবুল বাশার মাঝি, নজির আহম্মেদ দেওয়ান, মো. জানাল ফাজাল, মো. মাহবুব আলম জিতু, মো. রুহুল আমিন মিজি, মো. খলিলুর রহমান মাস্টার, মো. আক্তার হোসেন হাওলাদার, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মাঝি, মো. দিদারুল ইসলাম জমাদার ও মো. বোরহান উদ্দিন জোটন।

কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

কচুয়ায় গভীর রাতে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে হাত, পা ও চোখ বেঁধে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে  ডাকাত দল।  মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) দিবাগত রাতে গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গেলে বাড়ির মালিক মো. আবু তাহের জানান, আমার তিন ছেলের মধ্যে দুই ছেলে ওমান প্রবাসী। বাড়িতে আমার এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও পুত্রবধূসহ বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে দরজা জানালা বন্ধ করে উপরের তলায় ঘুমাতে যাই। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখি ১০-১২ জনের ডাকাত দল। তাদের মধ্যে ক’জন আমার পুত্রবধূ ও নাতির গলায় ছুরি ধরে রেখেছে। ২জন আমার প্রতিবন্ধী ছেলের হাত, পা ও মুখ বেঁধে রেখেছে। এমন সময়  আমার উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে গলায় ছুরি ধরে। আমি ডাক-চিৎকার দিতে চাইলে তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় তারা আমার ঘরে থাকা ৫টি আলমারি থেকে ৫১ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা , প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৩টি রোলেক্স ঘড়ি, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দেশী বিদেশী শোপিস নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে আমার পুত্রবধূ আমাদের হাত-পা ও মুখের বাঁধন খুলে দেয়। পরে রাতেই আশপাশের লোকজন ও কচুয়া থানা পুলিশকে ডাকাতির বিষয়টি অবগত করি। ঘরের বাইরে এসে দেখি, ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রীল কেটে ওই জানালা দিয়ে  ঘরের ভেতরে প্রবেশ করেছে। আমার ঘরের চারপাশে ও ভেতরে সিসি ক্যামেরা ছিলো। ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন (মেমরি) নিয়ে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক কন্যার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপপ্রচার!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
সাংবাদিক কন্যার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপপ্রচার!

চাঁদপুর শহরের নাজিরপাড়া নির্বাসী চাঁদপুর প্রেসক্লাবের ক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর দপনের ভারপ্রাপ্ত সম্পাদক আরটিভির স্টাফ রিপোটার সিনিয়র সাংবাদিক শরীফ চৌধুরী (৫৬) মেয়ে সাবরিনা নিহার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-১৩৬০, তারিখ: ২২/০১/২০২৫ খ্রি। গতকাল চাঁদপুর শহরের নাজিরপাড়া নির্বাসী সাংবাদিক এ, টি, এম শরীফ হোসেন চৌধুরী পিতা: মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে জনৈক বখাটে মো: জহিরুল ইসলাম জহির, পিতা-মৃত সেকান্দর আলী মেম্বার, সাং- গাব্দেরগাঁও, থানা: ফরিদগঞ্জ বর্তমান ঠিকানা (রেলক্রসিং) সংলগ্ন, থানা ও জেলা: চাঁদপুরকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানা এ জিডি করেন। এ ঘটনাটি গতকাল বুধবার চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসি মহোদয়কে জানানো হয়েছে । এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ ব্যাপক অভিযান চালায় । এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, জনৈক বিবাদী বখাটে মো: জহিরুল ইসলাম জহির থানাতে ডাকা হয়েছে । সে বতমানে চাঁদপুর মডেল থানার হেফাজতে রয়েছে ।তাকে জিজ্বাসাবাদ করছি । জিডির বিষয়টি অনুসন্ধ্যান চলছে ।

এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক শরীফ চৌধুরী জানান, আমার মেয়ে সাবরিনা নিহার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছি। যার জিডি নং-১৩৬০, তারিখ: ২২/০১/২০২৫খ্রি। আমি ন্যায় বিচার চাই । উক্ত ফেক আইডি খুলে ফেসবুকে আমার মেয়ে ও আমার নামে নানা অপপ্রচার করা হচ্ছে । এতে আমি বিব্রত । আমি চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি । সহযোগিতার জন্য । জিডি সূত্রে জানা যায়, গত ১৮/০১/২০২৫ইং তারিখে আমার মেয়ে সাবরিনা চৌধুরী নিহা নামে মো: জহিরুল ইসলাম জহির, পিতা-মৃত সেকান্দর আলী মেম্বার, সাং- গাব্দেরগাঁও, থানা: ফরিদগঞ্জ। বর্তমান ঠিকানা (রেলক্রসিং) সংলগ্ন, থানা ও জেলা: চাঁদপুর। একটি ফেক আইডি খুলে আমার মেয়ে এবং আমার ফেমিলি নামে বিভিন্ন প্রকার খারাপ কথাবার্তা এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে। আইডিটির লিংক- HTTPS://WWW.FACEBOOK.COM/SHARE/1ECMBWZQZF/। বর্তমানে যা আমার এবং আমার ফেমিলির জন্য হুমকিস্বরুপ। ছেলেটি এবং তার বোন পূর্বে আমার বাসার ভাড়াটিয়া ছিলেন। ওই সময় থেকেই ছেলেটি আমার মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত এবং বিরক্ত করতো। আমার মেয়ে পথরোধ করে আমার মেয়ের চলার পথে বাধাঁ সৃষ্টি করতো।

বর্তমানে লোকটি আমার মেয়ে নামে আইডি ব্যাবহার করে আমার আত্মীয়-স্বজন সবাইকে মেসেজ দিচ্ছে এবং আমার মেয়ে আমার ফেমিলি নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ তথ্য দিচ্ছে। এই বিষয় নিয়ে বর্তমানে আমার মেয়ে মানসিক ভাবে সমস্যায় আছে। এবং আমার এবং আমার ফেমিলির ভবিষ্যত হুমকিমুখে আছে।