খুঁজুন
                               
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন, ১৪৩২

৫২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ
৫২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

চাঁদপুরের ৫২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাবেয়া আক্তারের অবসরজনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি জাতি গঠনের মহৎ দায়িত্ব। জনাব রাবেয়া আক্তার তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছেন। তাঁর মতো একজন সৎ, পরিশ্রমী ও মানবিক শিক্ষকের অবদান এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষক মনে রাখবে। এমন শিক্ষকরা প্রাথমিক শিক্ষাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন।
বিদায়ী প্রধান শিক্ষক এর বক্তব্যে, রাবেয়া আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। ২০০৫ সালে যোগদান এর পর থেকে আজ ২০২৫ সাল দীর্ঘ এই ২০ টি বছর আমার পরিবার এর মতো ছায়া দিয়ে রাখার চেষ্টা করেছি সব সময়। শিক্ষার্থীরা যখন ভালো ফল করে কিংবা সমাজে প্রতিষ্ঠিত হয়, তখনই মনে হয় আমার জীবন সার্থক। সহকর্মী, অভিভাবক ও এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা না পেলে এতদূর আসা সম্ভব হতো না। অবসরের পরও আমি সবসময় এই বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য দোয়া করে যাবো।
অভিভাবক কমিটির সভাপতি- আল-আমিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক খান ও কাউসার হামিদ, প্রধান শিক্ষক শাহনাজ বেগম, ব্যাংকার হাসান সিদ্দিক হিরা, শিক্ষক মনির মোল্লা, ব্যবসায়ী মিজান খান ও সাবেক শিক্ষার্থী রাজন গাজী সহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক ইয়াসিন খান। সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন মো: সবুজ গাজী। উক্ত অনুষ্ঠানে এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে, উক্ত বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি, উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং স্মৃতি হিসেবে অনেক ধরনের উপহার দিয়ে বিদায় অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখা হয়।

চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির হোসেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান, মনোনয়ন ফরম ক্রয়ের জন্যে তিনি চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বেছে নেবেন ভোটাররা—এমন আশা প্রকাশ করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সকল ভোটারের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন : সিইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন : সিইসি

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনূকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রবাসী, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করবো। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার। সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। এদিন দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। দু’দফায় প্রায় ৫০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধির সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

পাঁচতলা মাদ্রাসা ভবনের সানশেটে আটকা শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
পাঁচতলা মাদ্রাসা ভবনের সানশেটে আটকা শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Oplus_16908288

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদরাসার এসির আউটডোরে আটকা পড়া মো. রায়হান নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকালে টোরাগড় এলাকার আল ইহসান মাদরাসায় এই ঘটনা ঘটে। শিশুটির সহপাঠীরা জানায়, ওই মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন রায়হান নামের শিশুটি কীভাবে সানশেটে চলে যায় কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে, সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়ে। মাদ্রাসার শিক্ষকেরা রায়হানকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুই দিন আগে রায়হানকে এ মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।