খুঁজুন
                               
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র, ১৪৩২

রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

রিয়াল মাদ্রিদে জায়গা পাচ্ছিলেন না, মাত্র চার মিনিট খেলতে পেরেছেন এ মৌসুমে লা লিগার প্রথম দুই ম্যাচে। তাই নতুন চ্যালেঞ্জ খুঁজছেন লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। ফরাসি জায়ান্ট মার্সেইয়ের সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছে গেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। আর এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে ক্লাবের কোচ রবার্তো দে জেরবির প্রতিশ্রুতি।
স্প্যানিশ মিডফিল্ডারের জন্য অফার এসেছিল আরও কয়েকটি ক্লাব থেকে। তবে দে জেরবি তাকে মার্সেইয়ের মূল একাদশে জায়গা নিশ্চিত করেছেন, সামনে প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকাও দেখছেন সেবায়োসকে। সেই ভরসাতেই ফরাসি ক্লাবটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছেন তিনি।
রিয়ালে থাকলে হয়তো সময় আরও কঠিন হয়ে উঠত সেবাইয়োসের জন্য। জুড বেলিংহাম ও কামাভিঙ্গার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে ছিটকে গেলেও সুযোগ মিলছে না তার। বরং আলোনসো ভরসা রেখেছেন ভ্যালভার্দে, চুয়ামেনি ও তরুণ আরদা গুলেরের ওপর। একসময় ভেবেছিলেন লড়াই চালিয়ে যাবেন, কিন্তু জাতীয় দলের ভবিষ্যৎ চিন্তা করে নতুন ঠিকানায় যাওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত এগিয়ে দিয়েছেন।
বিশেষ করে স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান তিনি। সেজন্য নিয়মিত খেলার সুযোগ দরকার। আর তা রিয়ালে পাওয়া সম্ভব নয়—এটা বুঝেই ফ্রান্সের পথ ধরছেন সেবায়োস।
এখন বাকি আছে দুই ক্লাবের মধ্যে সমঝোতা। রিয়াল মাদ্রিদ ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে। খেলোয়াড়কে রাজি করানোর পর এবার মার্সেইকে লস ব্লাঙ্কোসের সঙ্গে সেই চুক্তি সম্পন্ন করতে হবে।

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আইনি জটিলতায় পড়েছেন । রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগটি করেছেন। তিনি ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। ক্রয়ের সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম দেন এবং বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। কিন্তু গাড়ি হাতে পাওয়ার পরপরই যান্ত্রিক সমস্যায় পড়েন তিনি। বিশেষ করে অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।
তাহলে কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় যুক্ত হলো? জানা গেছে, তারা ওই গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদেরও আসামি করা হয়েছে। এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনো শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রতারণার অভিযোগে রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় নাম রয়েছে আরও ৬ জনের।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।
এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন। এখন প্রশ্ন হচ্ছে―মামলায় দুই তারকার নাম জড়ালো কীভাবে?
জানা গেছে, গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বসেডর ছিলেন শাহরুখ খান ও দীপিকা। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে। এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারল না সাকিবের অ্যান্টিগা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারল না সাকিবের অ্যান্টিগা

মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে আগের ম্যাচে ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। তবে তার বোলিং গণ্ডি ২ ওভারেই আটকে ছিল। চলমান ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আজই প্রথম ৪ ওভারের বোলিং কোটা পূরণ করতে পেরেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এক উইকেট নেওয়ার পাশাপাশি সাকিব নিয়ন্ত্রিত বোলিংও করেছেন। তবুও জিততে পারেনি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে বেশি রান করতে পারেনি অ্যান্টিগা। টস হেরে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে তারা ১৪৬ রান তোলে। অ্যান্টিগার হয়ে ব্যাট হাতে যথারীতি ব্যর্থ সাকিব। ১৪ বলে ১৩ রান করে তিনি আউট হয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে নাইট রাইডার্স।
আগে ব্যাট করতে নেমে অ্যান্টিগার শুরুটা ছিল বিপর্যস্ত। দলীয় রানের খাতা খোলার আগেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরকে হারায় দলটি। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। এ ছাড়া মিডল অর্ডারে নেমে আন্দ্রেস গুস (১৪) এবং সাকিব (১৩) দুজনেই ব্যর্থ। ইমাদ ওয়াসিম ও উসামা মিরের মাঝারি দুটি ইনিংসে অ্যান্টিগা কোনোমতে দেড়শ’র দ্বারেকাছে পৌঁছাতে পেরেছে। ইমাদ ২৫ বলে ৩৭ এবং উসামা ২৬ বলে ৩৪ রান করেন।
অ্যান্টিগার ১৪৬ রানের ইনিংস যে খুব একটা কার্যকরী হবে না তা তারা দ্বিতীয়ার্ধেই টের পেয়েছে। নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আমির, এ ছাড়া আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে শিকার ধরেন।
সাকিব শুরুতে লক্ষ্য তাড়ায় নামা ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে ফেরালেও খুব একটা সুবিধা করতে পারেনি তার দল। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতেই আসলে রাইডার্সদের জয় নিশ্চিত হয়ে যায়। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রান করে কাজটা আরও সহজ করে দেন। আজ ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি পেয়েছেন হেলস, যা সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ। অ্যান্টিগার হয়ে সাকিব ছাড়া একটি উইকেট নেন জেইডেন সিলস।
এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে সাকিবের অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষে । অবশ্য বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দুইয়ে থাকা ত্রিনবাগোও ৪ ম্যাচের তিনটিতে জিতেছে।

দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাকে অপ্রীতিকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপের সময় তিনি এ দুঃখপ্রকাশ করেন।
কমিশনার সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তিনি আরও জানান, এই ঘটনার তদন্তের জন্য আগামীকাল একটি কমিটি গঠন করা হবে। ডিএমপি কমিশনার জানান, রংপুরের ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তিনি এ ঘটনায় আগেই যোগাযোগ করেছেন। ওই ঘটনার জন্য একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে এবং জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে।
এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানান।