খুঁজুন
                               
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন, ১৪৩২

চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

 চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫)  রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার  সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা.  সালেহ আহমেদ,  চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার ও ড্যাব নেতা  বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল।
অনুষ্ঠানে বিসিএস-এ চান্স পাওয়া ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া সংবর্ধিত ডাক্তাররাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে  বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

দেম্বেলের হাতেই কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পুরষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
দেম্বেলের হাতেই কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পুরষ্কার

উসমান দেম্বেলেই জিতলেন ব্যালন ডি’অর। লামিন ইয়ামালের সঙ্গে তার লড়াই হলেও বার্সা সেনসেশনকে হারিয়েই ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদার পুরস্কার জেতেন পিএসজি ফরোয়ার্ড। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লুইস এনরিকে। আর সেরা গোলরক্ষক হয়েছেন দোনারুম্মা। সেরা ক্লাবের পুরস্কারও গেছে প্যারিস সেন্ট জার্মাই’র ঘরে। েদেম্বেলের হাতেই যে উঠতে চলেছে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডি’অরের পুরস্কার তার নিশ্চয়তা ছিলো প্রায় শতভাগ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ জনের একটি তালিকায় কেবলই দ্বিধা। সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। কিংবদন্তি রোনালদিনিওর হাত থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে।
বর্ষসেরা হওয়ার দৌড়ে উসমান দেম্বেলেকে সবচেয়ে বেশি টেক্কা দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে ব্যালন ডি’অর অনুষ্ঠানের শুরুতেই কেটে যায় অনিশ্চয়তা, লামিন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলে। ১২ কেজি ওজনের রিয়েল গোল্ডের অনন্য সুন্দর ট্রফিটা তখন থেকেই যেন অপেক্ষায় ছিলো পিএসজি তারকার স্পর্শ পেতে। প্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন উসমান দেম্বেলে। বরাবরই খুবই শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন মা থেকে শুরু করে দেম্বেলে পরিবারের সবাই। শাতলিয়ে থিয়েটারে এদিন ছিলো প্যারিস সেন্ট জার্মাই’র জয় জয়কার। উসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি দোনারুম্মা। বঞ্চিত হননি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া লুইস এনরিকে। সেরা কোচের তকমা বাগিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সেরা কোচের পুরস্কারটাও গেছে প্যারিসিয়ানদের ঘরে। এদিকে টানা তৃতীয় বারের মতো নারীদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। পারফরম্যান্স দিয়ে শাতলিয়ে থিয়েটারের ঝলমলে আলোয় আলোকিত হয়েছেন এই স্প্যানিশ। আনন্দ-হাসিমাখা দিনে ফ্রেঞ্চ ফুটবল ভোলেনি অকাল প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে।

আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা ৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর টানা ৮ দফায় বাড়ানোর পর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা। সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৮ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ২১ বার অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ২১ বার অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে ছাই

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ধারাবাহিকভাবে অগ্ন্যুৎপাত ঘটছে। গত শনিবার সন্ধ্যা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ২১টি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়ান সেন্টার ফর আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্র জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৮৪ মিটার ওপরে পৌঁছেছে। ছাইগুলো পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বাসিন্দা এবং পর্যটকদের স্থানীয় নির্দেশিকা অনুসরণ করতে এবং আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাই থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
লাকি-লাকি হলো ফ্লোরেসের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত একটি জোড়া-শিখরযুক্ত সক্রিয় আগ্নেয়গিরি। গত জুলাই মাসে একই আগ্নেয়গিরি ১৮ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ছাইয়ের কুণ্ডলী উড়িয়ে দেয়। এর ফলে বালির রিসোর্ট দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল হয়।১৮ হাজার দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়। দেশটিতে ৫০০টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় ১৩০টি এখনো সক্রিয়।