
চাঁদপুর জেলার চাঁদপুর পৌরসভায় ওএমএস কমিটি কর্তৃক ওএমএস এর পণ্য বিক্রয়কেন্দ্র সমূহ লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে সকলের সামনে লটারির মাধ্যমে বিক্রয়কেন্দ্র সমূহদের নির্বাচিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, একটা ব্যবস্থা করতে গেলে আসলে সবাইকে খুশি করা যায় না। তবে আমরা চেয়েছি সবকিছু স্বচ্ছতার মাধ্যমে করার। আমরা চেয়েছি স্বচ্ছতার মাধ্যমে আমরা এ বিক্রয়কেন্দ্র সমূহের প্রতিনিধি নিয়োগ দেই। যার কারণেই আজকে এ লটারির ব্যবস্থা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রহমান খানসহ জেলা ওএমএস কমিটির কর্মকর্তা ও ওএমএস এর বিক্নয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে বিক্রয় প্রতিনিধি নিয়োগপ্রাপ্তরা হলেন, ১নং ওয়ার্ড সাদ্দাম মল্লিক (রিফিউজি কলোনি), ২নং ওয়ার্ড লিটন তালুকদার (হরিসভা রোড সংলগ্ন), ৩নং ওয়ার্ড চুন্নু মিয়া খান (জাফরাবাদ), ৪নং ওয়ার্ডে আব্দুল হাই (পুরানবাজার ব্রীজ সংলগ্ন), ৪নং ওয়ার্ড সাইফুল ইসলাম (লোহারপুল প্রভাতি মার্কেট), ৫নং ওয়ার্ড ফরিদ মিয়াজি (রঘুনাথপুর), ৬নং ওয়ার্ড জাহিদ ভূঁইয়া (পালবাজার), ৭নং ওয়ার্ড মুহাম্মদ হানিফ (মাদ্রাসারোড সংলগ্ন), ৭নং মোস্তফা মিয়া (বড়স্টেশন), ৮নং ওয়ার্ড হানিফ মিজি (কোড়ালিয়া রোড), ৯নং আবুল খায়ের (বিপনীবাগ সংলগ্ন), ১০নং ওয়ার্ড মহিউদ্দিন মোল্লা (নতুন বাজার), ১১নং ওয়ার্ড আব্দুল মাজেদ (ময়দার মিল), ১২নং ওয়ার্ড আজিম মিজি (মিশন রোড), ১২নং ওয়ার্ড আনোয়ার হোসেন স্বপন (দর্জি ঘাট), ১২নং ওয়ার্ড উম্মে কুলছুম (চেয়ারম্যান ঘাট), ১৩নং ওয়ার্ড হারুনুর রশিদ (ওয়ারলেস), ১৪নং ওয়ার্ড মোবারক হোসেন (বাবুরহাট), ১৪ নং ওয়ার্ড মো. কাউছার পাটওয়ারি (বাবুরহাট বাজার সংলগ্ন), ১৫নং ওয়ার্ড সুকুমার রায় (বিটি রোড)।
আপনার মতামত লিখুন