খুঁজুন
                               
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র, ১৪৩২

কোয়ার্টার ফাইনালে শেখদের সিংহগর্জনে চাপাতলী ইয়ং স্টার ৪-১ গোলে বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ
কোয়ার্টার ফাইনালে শেখদের সিংহগর্জনে চাপাতলী ইয়ং স্টার ৪-১ গোলে বিধ্বস্ত

স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত সিজন ওয়ানের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব। শনিবার (১৬ আগস্ট ২০২৫) নারায়ণপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষ চাপাতলী ইয়ং স্টার ক্লাবকে। খেলার প্রথমার্ধেই দাপট দেখায় শেখ ফাউন্ডেশন। শুরুতেই টানা এক গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা। এরপর থেকে পুরো ম্যাচে চাপাতলী আর কোনো দিকেই সুবিধা করতে পারেনি।ম্যাচে জোড়া গোল করেন বোগদাদ রুবেল। এছাড়া একটি করে গোল করেন মেহেদী (মেসি) ও লিও আবদুল্লাহ। তাদের দুর্দান্ত সমন্বয়, গতি আর কৌশলগত আক্রমণ প্রতিপক্ষকে অসহায় করে তোলে। রক্ষণভাগে ডিফেন্ডার ওমর ও সাইফ ছিলেন অটল দেয়াল। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাদের সামনে কোনোভাবেই জায়গা বের করতে পারেননি—ডান বা বাম, কোনো দিক দিয়েই চাপাতলী আক্রমণে উঠতে পারেনি। চাপাতলী ইয়ং স্টার শেষ দিকে একটি গোল শোধ দিলেও শেখ ফাউন্ডেশনের দাপটকে কোনোভাবেই থামাতে পারেনি। ম্যাচটি ছিল কার্যত একতরফা—শেখ ফাউন্ডেশনের সামনে দাঁড়ানোর মতো শক্তি মেলাতে পারেনি প্রতিপক্ষ দল।

এই জয়ের মাধ্যমে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব সিজনের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আর সমর্থকদের মধ্যে বইয়ে দিয়েছে উচ্ছ্বাসের ঝড়। উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠাকালীন সভাপতি : জিসান শেখ নির্বাহী প্রধান : শেখ ফজলুল করিম সেলিম (বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণপুর বাজার)এবং  সাধারণ সম্পাদক রাসেল শেখ।

রাঙ্গুনিয়ার ৬ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ার ৬ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাঙ্গুনিয়ার ৬টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা হয়।

একই বিজ্ঞপ্তিতে ঘোষিত প্রতিটি আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়।

ঘোষিত রাঙ্গুনিয়ার যেই ৬ কলেজের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে তা হল-
রাঙ্গুনিয়া সরকারী কলেজ
রাঙ্গুনিয়া সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি মো. কাইয়ুম, সিনিয়র সহ সভাপতি মোর্শেদুল আলম আশিক, সাধারণ সম্পাদক মো. এরফান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন সোহান, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসাইনসহ ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি সাকিবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আরাফাত, সহ সভাপতি ইফতিখার করিম নয়ন, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক সামিউল ইসলাম আলফা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন মাসুমসহ ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ
দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে আমিনুল ইসলাম সাব্বিরকে সভাপতি ও সাজিদুল ইসলাম সাজিদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজ
উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি সালেউল মান্নান রাজু ও মো. সাকিব জাবেদকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রানীরহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ দক্ষিণ রাঙ্গুনিয়ার এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন উত্তর জেলা ছাত্রদল। কমিটির সভাপতি কোরবান আলী ও সাধারণ সম্পাদক মো. ওসমান ওয়াহেদ চৌধুরী সামেত।

সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. তানভীর মাহতাব আয়ান সহ ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

চাঁদপুরে বিএনপিনেতা আজম খানের গনসংযোগ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
চাঁদপুরে বিএনপিনেতা আজম খানের গনসংযোগ অব্যাহত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গনসংযোগ করেছেন।
শনিবার (১৬আগস্ট ২০২৫) বিকাল ৩টায় মনিহার কারমাঙ্গা বাজার, ছোট সুন্দর , আলগী বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।

গনসংযোগের সময় আজম খান বলেন, আমি বাংলাদেশ জাতীয়া বাদী দল বিএনপি থেকে
চাঁদপুর-৩ নির্বাচনী আসনে দলের মনোনয়ন প্রত্যাশী।
গনতান্ত্রিক এই দলে আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে, আমাদের দল যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।
গনসংযোগে আজম খান বিভিন্ন খেলার মাঠে শিশুদের মাঝে ফুটবল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদে যা যা থাকছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
জুলাই সনদে যা যা থাকছে

ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া শনিবার গণমাধ্যমে পাঠিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো সনদে উল্লেখ থাকছে।
প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে:
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন।
জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা।
রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা ও আইনজীবীদের আচরণবিধি।
গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।
তথ্য অধিকার আইনের সংশোধন।
দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন।
দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি।
আয়কর আইনের সংশোধন।
দ্বিতীয় পর্বে মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হলো:
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ।
রাষ্ট্রপতির ক্ষমা-সম্পর্কিত বিধান।
বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ অর্থাৎ সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ।
জরুরি অবস্থা ঘোষণা।
প্রধান বিচারপতি নিয়োগ।
সংবিধান সংশোধন।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল।
নির্বাচন কমিশন গঠন।
পুলিশ কমিশন গঠন।
নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ-সম্পর্কিত প্রস্তাব।