কোয়ার্টার ফাইনালে শেখদের সিংহগর্জনে চাপাতলী ইয়ং স্টার ৪-১ গোলে বিধ্বস্ত


স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত সিজন ওয়ানের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব। শনিবার (১৬ আগস্ট ২০২৫) নারায়ণপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষ চাপাতলী ইয়ং স্টার ক্লাবকে। খেলার প্রথমার্ধেই দাপট দেখায় শেখ ফাউন্ডেশন। শুরুতেই টানা এক গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা। এরপর থেকে পুরো ম্যাচে চাপাতলী আর কোনো দিকেই সুবিধা করতে পারেনি।ম্যাচে জোড়া গোল করেন বোগদাদ রুবেল। এছাড়া একটি করে গোল করেন মেহেদী (মেসি) ও লিও আবদুল্লাহ। তাদের দুর্দান্ত সমন্বয়, গতি আর কৌশলগত আক্রমণ প্রতিপক্ষকে অসহায় করে তোলে। রক্ষণভাগে ডিফেন্ডার ওমর ও সাইফ ছিলেন অটল দেয়াল। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাদের সামনে কোনোভাবেই জায়গা বের করতে পারেননি—ডান বা বাম, কোনো দিক দিয়েই চাপাতলী আক্রমণে উঠতে পারেনি। চাপাতলী ইয়ং স্টার শেষ দিকে একটি গোল শোধ দিলেও শেখ ফাউন্ডেশনের দাপটকে কোনোভাবেই থামাতে পারেনি। ম্যাচটি ছিল কার্যত একতরফা—শেখ ফাউন্ডেশনের সামনে দাঁড়ানোর মতো শক্তি মেলাতে পারেনি প্রতিপক্ষ দল।
এই জয়ের মাধ্যমে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব সিজনের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আর সমর্থকদের মধ্যে বইয়ে দিয়েছে উচ্ছ্বাসের ঝড়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি : জিসান শেখ নির্বাহী প্রধান : শেখ ফজলুল করিম সেলিম (বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণপুর বাজার)এবং সাধারণ সম্পাদক রাসেল শেখ।
আপনার মতামত লিখুন