
মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। উপজেলার পূর্বাঞ্চলীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে ২১ রমজান (শনিবার) ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আফতাব চৌধুরী সুমন (চেয়ারম্যান-ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট)। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজরাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আশার আলো অর্গানাইজেশন, লোটাস-বাড চ্যারিটি ফোরাম, হিউম্যানিটিজ অর্গানাইজেশন, স্বপ্নচূড়া ফাউন্ডেশন, নবজাগরণ ফাউন্ডেশন এবং এর যৌথ উদ্যোগে ১৫০০ মানুষের উপস্থিতিতে আজকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।