
চাঁদপুর শহরের পুরাণবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালি প্রবাসী দু যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ ২০২৫) রাত সোয়া ১০টায় পুরাণবাজার গার্লস হাই স্কুলের সামনে প্রাণ কোম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন পুরাণবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী দেওয়ান কুটিরের মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। এটি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
পুরাণবাজার এলাকার প্রত্যক্ষদর্শী শিপন খান ও নিহতের স্বজনরা বলেন, মেরকাটিজ রোডের বাসিন্দা ইতালি প্রবাসী সালাম দেওয়ান ও রুকসানার একমাত্র ছেলে অভি দেওয়ান ও তার খালাতো ভাই শরীয়তপুরের নিলয় দুজন ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে তারা চাঁদপুর আসেন। সোমবার রাত সোয়া ১০টায় তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে নতুন বাজারস্থ মার্কেটে শার্ট কেনার জন্যে রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে তাদের মোটরসাইকেলটি পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে
প্রাণ কোম্পানীর ওই কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে তারা নিচে পড়ে গেলে মোটরসাইকেল সহ তাদের উপর কাভার্ড ভ্যান চালক গাড়িটি উঠিয়ে দেয়। এতে চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। তবে নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে পথে তার মৃত্যু হয়। দুজনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাখা হলে নিহতের স্বজনরা ছুটে আসেন সেখানে এবং কান্নায় ভেঙ্গে পড়েন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনার পর পর গাড়ির চালক পালিয়েছে।কভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত অভি ও নিলয়ের নানার বাড়ি পুরাণবাজার ওসমানিয়া মাদরাসা সংলগ্ন সামাদ বেপারী বাড়ি। এখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আইনগত প্রক্রিয়ায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলে মঙ্গলবার সকালে তাদেরকে দাফনের জন্যে গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া ঘড়িশা ও সুরেশ্বর এলাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, অভি ও নিলয় সপরিবারে ইতালি প্রবাসী। তারা দুজন পুরাণবাজার রয়েল মাইক সার্ভিসের নূর হোসেন আমিরের আপন ভাগিনা। অভির মায়ের নাম রোকসানা ও নিলয়ের মায়ের নাম রুমা বেগম।
মোটরসাইকেল দুর্ঘটনায় এভাবে দুটি তাজা প্রাণ চলে যাওয়ার ঘটনাকে অনেকে মেনে নিতে পারছে না। সবাই আফসোস করছে।