চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব নিজ কার্যালয়ের সম্মেল কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, এখন কেউ বলতে পারবে না পুলিশ থানায় অভিযোগ কিংবা মামলা নিচ্ছে না। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন পুলিশ সুপার (এসপি)। মতবিনিময় সভায় এসপি বলেন, এখন আর কেউ বলতে পারবে না থানায় পুলিশ অভিযোগ কিংবা মামলা নিচ্ছে না। সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। পুলিশে ভালো একটি পরিবর্তন এসেছে। এর মধ্যেও কোনো অনিয়ম হলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। যানজট নিরসনে প্রতিনিয়ত চেষ্টা করছি। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি।
এসপি আরও বলেন, এলাকায় প্রভাব খাটানোর জন্য কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আমরা পরিবারকে সচেতন করে যাচ্ছি। যেখানেই সমস্যা হচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করছি। অনেক কাজে সফলতাও পেয়েছি। এ ছাড়া যানজট নিরসনে আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি সহসাই সুফল পাওয়া যাবে। এসপি আরও বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশের চমৎকার সম্পর্ক রয়েছে। জেলা প্রেসক্লাব একটি আদর্শ এবং নিঃসন্দেহে অনুকরণের একটি জায়গা। সবার সহযোগিতায় আমরা সুন্দর একটি চাঁদপুর গড়ে তুলব। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।