চাঁদপুরস্হ বৃহত্তর মতলব ফাউন্ডেশনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনকে গতিশীল ও কার্যকর করার জন্য ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টে পরিচিতি ও আনুষ্ঠানিক পথচলা শুরু এবং সভায় কমিটি গঠন করা হয়।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানকে আহ্বায়ক, সাংবাদিক ও সামাজিক সংগঠক মোহাম্মদ বিপ্লব সরকারকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সম্মানিত সদস্যরা হলেন : অ্যাডঃ মনিরা চৌধুরী (এপিপি), চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ খবির উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানছুর আহম্মদ, অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন, অ্যাডঃ শরিফ মাহমুদ সায়েম (এপিপি), অ্যাডঃ এসএম নাজিম উল্যাহ, অ্যাডঃ আল আমিন হোসেন উজ্জল, অ্যাডঃ সেলিম মিয়া, মোঃ আঃ আউয়াল মজুমদার, বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবি চাঁদপুর বাংলাদেশের রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মারুফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর জিসান আহম্মদ সরকার , বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবি চাঁদপুর মেজবা উদ্দিন লিটন, বিআইডব্লিউটিএ টোল কালেক্টর মোঃ আবুল কালাম, সাংবাদিক ও সংগঠক আরিফুল ইসলাম শান্ত ও বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি।