ঢাকায় ঐতিহ্যবাহী আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার ঢাকার মিরপুর টোলারবাগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৭৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে রেজিষ্ট্রেশন কিভাবে সহজ করা যায়, বিভিন্ন উপ-কমিটি গঠনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানকে সফল করার জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন ২৮, ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত চলবে, ক্যাপ সবার জন্য প্রযোজ্য, যদি চায় যেকোন ব্যাচ নিজ খরচে টি-শার্ট করতে পারবে কিন্তু একটি নিদ্দিষ্ট লোগো দিতে হবে যা কমিটি দ্বারা নির্ধারিত থাকিবে।
রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে, শিক্ষার্থীদের নিম্নে প্রদত্ত নামে প্রাক্তন ছাত্রদের সাথে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন : ১। নোমান, (০১৭১৮৮০১২৩১) ইসমাইল হাজরা, রহমান, (০১৬২৭৬৩৪০৩০) হাজী শাহ আলম গাজী (০১৭১৭২৫৩১৪৯) ও নিবলু (০১৭৪১১৫৮৯৮৯) ২। মাজাহার তুহিন, (০১৬৭৩২২৩৭৩৬) তাজুলইসলাম (+880 19 1360 0864) ও মুক্তার (০১৮৯ ০৬৩৬০০৮) ৩। ওয়াহিদুজ্জাম (নিপু), (০১৭১১ ১৮০ ২৮২) কবির (০১৭১২ ৮০৫৬৩৯) ৪। এসএম নেয়ামুল (০১৭১৯ ৬৫৩৩ ৪০) ৫। শরিফ প্রধানিয়া ৬। ইমরান হাবিব ৭। হাসান চৌধুরী (০১৬৩ ৫১৩ ৭৫০৬) ৮। জুম্মান ৯। মোহাম্মাদ শুভ ১০। মোহাম্মাদ সজিব (০১৫৬৮ ৬৭০১৬৫) ১১। মেহেদী হাসান ((০১৮১৯৪ ৯৬৫২৮) ১২। ফাহিম প্রধানিয়া ১৩। আবু বাক্কার সিদ্দিক (০১৭১২ ৮৫২৯৮৮) ১৪। রাজীব ভুইয়া ( ০১৮৮০ ৩৩৩ ১৫৪)
চাঁদপুরের জন্য প্রাক্তন শিক্ষার্থী আজিজুর রহমান (+880 16 2906 5052)। রেজিষ্ট্রেশনের উল্লেখিতদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আহবায়ক কমিটি আলাউদ্দিন মাস্টার (প্রধান শিক্ষক) ও এনাম চৌধুরী (সদস্য সচিব)কে নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৫ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।