চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করবেন সাংবাদিক জাকির হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১০:৩৯ পূর্বাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান, মনোনয়ন ফরম ক্রয়ের জন্যে তিনি চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বেছে নেবেন ভোটাররা—এমন আশা প্রকাশ করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সকল ভোটারের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন