ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ধারাবাহিকভাবে অগ্ন্যুৎপাত ঘটছে। গত শনিবার সন্ধ্যা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ২১টি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়ান সেন্টার ফর আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্র জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৮৪ মিটার ওপরে পৌঁছেছে। ছাইগুলো পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বাসিন্দা এবং পর্যটকদের স্থানীয় নির্দেশিকা অনুসরণ করতে এবং আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাই থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
লাকি-লাকি হলো ফ্লোরেসের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত একটি জোড়া-শিখরযুক্ত সক্রিয় আগ্নেয়গিরি। গত জুলাই মাসে একই আগ্নেয়গিরি ১৮ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ছাইয়ের কুণ্ডলী উড়িয়ে দেয়। এর ফলে বালির রিসোর্ট দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল হয়।১৮ হাজার দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়। দেশটিতে ৫০০টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় ১৩০টি এখনো সক্রিয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:০৩ পূর্বাহ্ণ