ন্যায় ও ইনসাফের দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে হবে : এডভোকেট শাহজাহান মিয়া

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২৯ পূর্বাহ্ণ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া আশিকাটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাদ আছর আশিকাটি চাঁদখার বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি চাঁদখার বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে এবার বিজয়ী করবেন ইনশাআল্লাহ। দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হলে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান উৎপল, ইউনিয়ন জামায়াত সভাপতি নাজির উদ্দিন খান, ইউনিয়ন জামায়াত সেক্রেটারী সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন