
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুর রহমান (সাবেক জিপি) ও আমরা আলোকিত নারীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিলুফার রহমান নীলার বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি….. রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় চাঁদপুর ফেমাস হাসপাতালে তিনি মারা যান। তিনি চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় বসবাস করতেন।
অ্যাড. আব্দুর রহমান দীঘদিন চাঁদপুর আদালতে জিপির দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমরা আলোকিত নারীর প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁইসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।