জাতীয় কবির প্রয়াণ দিবস আজ

উজ্জ্বল হোসাইন
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ১১:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, ছিলেন একজন বিদ্রোহী চিন্তাবিদ, যিনি তার লেখনী দিয়ে যুগের মুখপাত্র হয়ে উঠেছিলেন। প্রেম, দ্রোহ, মানবতা, সাম্য ও মুক্তির বার্তা তার কবিতা ও গানে বারবার উঠে এসেছে। ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না।/ কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।/– নিশ্চল নিশ্চুপ/ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।’– গভীর অভিমানে, বেদনাবিধুর সুরে পঙ্‌ক্তিগুলো লিখেছিলেন কাজী নজরুল ইসলাম।
সাম্য, প্রেম, দ্রোহের কবি যেন ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন বাংলা সাহিত্যে। পরাধীন ভারতবাসীকে শানিত পঙ্‌ক্তি মালায় জাগিয়ে দিয়েছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহসী সাহিত্যকর্মের পাশাপাশি প্রেম ও মানবতার জন্য তিনি লিখেছিলেন কালজয়ী সব রচনা। শ্রমজীবী মানুষের শক্তি, মানবতার কবি তিনি। তাঁর সৃষ্টিকর্ম আজও আমাদের প্রেরণা, আমাদের শক্তি, আমাদের প্রতিবাদের ভাষা। উপমহাদেশের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনিই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে মানবতার জয়গানই ছিল তার ভাবনার মূলসুর।
জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। শৈশবে ‘দুখু মিয়া’ নামে পরিচিত ছিলেন তিনি। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন।
ছোটবেলা থেকেই জীবনের নানা দুঃখ-কষ্ট তাকে কঠোর বাস্তবতার সঙ্গে পরিচিত করায়, যা পরবর্তীতে তার লেখনিতে প্রতিবাদের ভাষা হিসেবে প্রকাশ পায়। তিনি শুধু কবিতায় নয়, গান, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ, সাংবাদিকতা, এমনকি চলচ্চিত্রেও রেখেছেন নিজের স্বকীয়তার স্বাক্ষর।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন