
বৈরী আবহাওয়ার কারণে ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট নৌরুটে টানা ৫ দিন ধরে লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, অবিরাম বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরে এক নম্বর সংকেত থাকলেও কিছু রুটে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় ওইসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে- দৌলতখান-আলেকজান্ডার-মির্জাকালু রুট, বেতুয়া-ঢাকা রুট, হাতিয়া-মনপুরা রুট, চরফ্যাশন-মনপুরা রুট, চরফ্যাশন রুট, হাতিয়া রুট, মনপুরা রুট, তজুমদ্দিন-ঢাকা রুটসহ অন্যান্য অভ্যন্তরীণ রুট। নোয়াখালীর মাইজদির যাত্রী রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম। এখন লক্ষ্মীপুর হয়ে বাড়ি ফিরবো ভেবেছিলাম। কিন্তু ইলিশা ঘাটে এসে দেখি লঞ্চ বা সিট্রাক কিছুই নেই। ফেরিতে গেলে সময় অনেক বেশি লাগে। আর সকালে না আসলে ফেরিও পাওয়া যায় না। বিকল্প হিসেবে মাছ ধরার ট্রলার ব্যবহার করতে হচ্ছে যা খুবই ঝুঁকিপূর্ণ। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত সিট্রাক ছাড়ার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো রুটেই লঞ্চ বা সিট্রাক চলাচলের অনুমতি দেয়া হবে না।