চাঁদপুরে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ৯:৩৬ পূর্বাহ্ণ

চাঁদপুরের এক বাসা থেকে গৃহবধূ জান্নাত বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকালে (৮ জুলাই, ২০২৫) চাঁদপুর ব্রিজ সংলগ্ন লোকমান দেওয়ানের বাড়ির সজল মোল্লা স্ত্রী জান্নাত বেগম (২৮) মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, আশিকাঠি ইউনিয়নের চাঁনখার দোকান এলাকার সেকান্দর হোসেনের মেয়ে জান্নাতের সঙ্গে সজলের বিয়ে হয়। দেড় বছরের ফুটফুটে একটা ছেলেও রয়েছে তাদের। পারিবারিক কলহের জের ধরে জান্নাত স্বামীর ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে জান্নাত চলে যায় পরপারে।
জান্নাতের পরিবার মনে করে এই মৃত্যু আত্মহত্যা নয়—বরং দীর্ঘ নির্যাতনের পরিণতি। তারা সরাসরি সজলকে দায়ী করেছে। দাবি তুলেছে সঠিক তদন্তের। ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মফিজ মহিলা পুলিশসহ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান,লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়ায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে জান্নাতের পরিবারের অভিযোগ থাকলে গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন