আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছে আশার আলো অর্গানাইজেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৮:৫০ পূর্বাহ্ণ

ইসলামিক বাণী ও আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছে মতলবের আশার আলো অর্গানাইজেশন নামে একটি সংগঠন। শনিবার (১৪ জুন ২০২৫) সংগঠনের সদস্যরা দৃশ্যমান বিভিন্ন স্থানে আল-কোরআনের বিভিন্ন আয়াত প্রিন্ট করে দৃশ্যমান বিভিন্ন স্থানে স্থাপন করেন। সংগঠনের সদস্যরা জানান, আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি হৃদয়ের পবিত্রতা ও আত্মিক ভাবনা। ঠিক সেই মুহূর্তে এক ঝলক শান্তির বার্তা মানুষের জন্য পৌছে দিচ্ছেন আশার আলো অর্গানাইজেশন। এটি তাদের কার্যক্রমের একটি ব্যতিক্রমী উদ্যোগ।
সংগঠনটি মতলবের তাদের নিজ গ্রামে বিভিন্ন রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থানে কিছু অত্যন্ত হৃদয়স্পর্শী ইসলামিক বাণী ও কুরআনের আয়াত সংবলিত লিফলেট স্থাপন করেছে। লিফলেটগুলোতে স্থান পেয়েছে মহান আল্লাহর কালাম। যেমন-তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।— সহীহ বুখারী, হাদীস ৩৪৬১। তারা জানান, এই উদ্যোগের পেছনে মূল ভাবনা, সমাজের ঘুমন্ত হৃদয়গুলোতে আল্লাহর কথা পৌঁছে দিয়ে হিদায়াতের আলো জ্বালানো— নিঃশব্দে, নিঃস্বার্থে। সত্যি বলতে, আজকের দিনে এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়: আলো ছড়ানোর জন্য আলোকিত হয়ে জন্ম নিতে হয় না— কখনো শুধু একটি আয়াতই যথেষ্ট।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন