 
                    স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় বাড্ডা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার রাতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুলকে বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। আজ সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত করা হচ্ছে।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, বিএনপি নেতা কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ডিসের ব্যবসা করতেন।

 অনলাইন ডেস্ক
                        অনলাইন ডেস্ক প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ১২:৫৮ অপরাহ্ণ
  প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ১২:৫৮ অপরাহ্ণ