
চাঁদপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার দায়ে শরীফ বেপারী (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কুহিনুর বেগম এতথ্য নিশ্চিত করেছেন।
হত্যার শিকার ওই নারী (মা) চাঁদপুর শহরের রেলওয়ে কলোনী এলাকায় আরব আলী বেপারী স্ত্রী জায়েদা বেগম (৪৫)। আসামি শরীফ বেপারী (৩২) তাদের বড় ছেলে।
মামলার সূত্রে জানা যায়, শরীফ বেপারী প্রতিনিয়ত মাদক সেবনের কারণে তার মা জায়েদা বেগমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত। তাকে স্বাভাবিক জীবনযাপন করানোর পরিবারের পক্ষে চেষ্টা করা হয়েছিল। পরে ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় শরীফ বেপারী তার মায়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে বসত ঘরের দরজা বন্ধ করে তার মাকে ইট ও দা দিয়ে বেদম মারধর করে। পরে স্থানীয়রা তার মাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন। পুলিশ শরীফ বেপারীকে আটক করেন। এ ঘটনায় আরব আলী বেপারী বাদী হয়ে ওই বছরের ১২ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
সূত্রে আরও জানা গেছে, শরীফ তার মাকে হত্যার পূর্বে মাদক সেবনের দায়ে আদালতে তার বিরুদ্ধে একটি মামলাও ছিল। ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেদুজ্জামান আদালতে শরীফকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলার রায় দেন।
রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের পিপি কুহিনুর বেগম জানান, এই মামলায় ১৬ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। সাক্ষিদের সাক্ষ্যপ্রদান শেষেই আদালত আসামির বিরুদ্ধে এ রায় দেন।