চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাই আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালামত মিয়াজি বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।
সেখান থেকে তাদের উদ্ধার করে সালামত মিয়াজি ও তার স্ত্রীকে বারডেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শাউনী আক্তার ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি আছেন। স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া বলেন, ধারণা করা হচ্ছে উপর থেকে পাখি ভিমরুলের বাসায় আঘাত করেছে। ঘটনাটি হৃদয়বিদারক। এমন মৃত্যু খুবই কষ্টের।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ । ১০:৪৪ পূর্বাহ্ণ