মতলব পৌর এলাকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের জেএফসি রেস্টুরেন্টে রাখা মতলব এক্সপ্রেস বাসে শনিবার (৮ মার্চ ২০২৫) দিবাগত রাত সাড়ে তিনটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মতলব এক্সপ্রেস বাসটি (যার নং- ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৯০) জেএফসি রেস্টুরেন্টের পাশে রাখা হয়। পথচারী হঠাৎ বাসে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে ফায়ার স্টেশনের লোকজনকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে কোনো স্টাফ ছিলো না।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ । ৯:৫৯ পূর্বাহ্ণ