
নারায়ণপুর অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আশার আলো অর্গানাইজেশন নামে একটি সেবামূলক সংগঠন। এবার ও সংগঠনটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (২ মার্চ ২০২৫) বেশ কিছু পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন ইফতার সামগ্রী হিসেবে ছিলো খেজুর, চনা বুট, খেসারির ডাল, চিনি, মুড়ি, তৈল, চাল ইত্যাদি।
জানা যায়, মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় আশার আলো অর্গানাইজেশন । প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পড়ালেখার যাবতীয় খরচ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সমাজ সেবামুলক কাজ পরিচালনা করে আসছে।