চাঁদপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ । ৯:০১ অপরাহ্ণ

পবিত্র রমজানের তৃতীয় দিনে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।
চাঁদপুর শহরের মমিন পাড়া (জিয়া ছাত্রাবাস সংলগ্ন) আলিফ জমজম টাওয়ার এর পৃষ্ঠপোষকতায় প্রেস ক্লাবের বার্ষিক মিলাদ দোয়া ইফতার মাহফিলে ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালীউল্লাহ।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন,
সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম,চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন পিএসসি,পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান,চাঁদপুর জেলা পরিষদের সিইও মনোয়ার হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা জামায়াতে আমির হোসেন মিয়াজি,জেলা গণফোরামের সভাপতি অ্যাড.সেলিম আকবর,ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদিনসহ আলেম-ওলামাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সর্বস্তরের সুধীজন,
পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এ সময় প্রেসক্লাবের কর্মকর্তা এবং সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন