
সোম, মঙ্গলবার (১০,১১ ফ্রেরুয়ারি ২০২৫) চাঁদপুর জেলার সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর সাহেব রহঃ এর ১৫ তম ইন্তেকাল বার্ষিকি উপলক্ষে দরবার শরীফের ৮১ তম ইসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে মদনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শাহ মুহাম্মদ মাহবুবর রহমান সাহেবের সভাপত্বিতে প্রথম দিন ওয়াজ করিবেন, হযরত মাওঃ মোঃ নাজমুস সায়াদাত সাহেব, সহকারী অধ্যাপক, চাঁদপুর ওসমানিয়া কামিল মাদরাসা, হযরত মাওঃ মোঃ আল আমিন সাহেব, খতিব, চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওঃ মোঃ হাবিবুর রহমান মোহেব্বী – প্রভাষক, হাসা আল আমিন ফাজিল মাদ্রাসা, হযরত মাওঃ মোঃ হাবিব আল ফারাভী – খতিব ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
শেষ দিন ১১ ফ্রেরুয়ারি ওয়াজ করিবেন আলহাজ্ব হযরত মাওঃ ড. মুফতি মোঃ কাফিলউদ্দিন সরকার ছালেহী, নায়েবে আমীর, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফ। সাবেক অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা, আলহাজ্ব হযরত মাওঃ সাইফুদ্দিন খন্দকার, সভাপতি, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাদপুর জেলা শাখা। আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী, অধ্যক্ষ আলগীবাজার সিনিয়র মাদরাসা, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি সামসুল আলম মুহিব্বি, সাবেক মুহাদ্দিস, ছারছীনা জামেয়া দীনিয়া মাদ্রাসা, হযরত মাওঃ হা মোঃ রুহুল আমিন আশরাফী সাহেব, গাংনী নেছারীয়া মোখতারীয়া খানকাহ শরীফ৷ আরো দেশ বরেণ্য পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যাক্তিবর্গ তাশরীফ রাখিবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানায়েছেন মদনা দরবার শরীফের সাহেব জাদা আলহাজ্ব মাওঃ শাহ মোহাঃ কাওসার।