চাঁদপুর শহরের নাজিরপাড়া নির্বাসী চাঁদপুর প্রেসক্লাবের ক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর দপনের ভারপ্রাপ্ত সম্পাদক আরটিভির স্টাফ রিপোটার সিনিয়র সাংবাদিক শরীফ চৌধুরী (৫৬) মেয়ে সাবরিনা নিহার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-১৩৬০, তারিখ: ২২/০১/২০২৫ খ্রি। গতকাল চাঁদপুর শহরের নাজিরপাড়া নির্বাসী সাংবাদিক এ, টি, এম শরীফ হোসেন চৌধুরী পিতা: মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে জনৈক বখাটে মো: জহিরুল ইসলাম জহির, পিতা-মৃত সেকান্দর আলী মেম্বার, সাং- গাব্দেরগাঁও, থানা: ফরিদগঞ্জ বর্তমান ঠিকানা (রেলক্রসিং) সংলগ্ন, থানা ও জেলা: চাঁদপুরকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানা এ জিডি করেন। এ ঘটনাটি গতকাল বুধবার চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসি মহোদয়কে জানানো হয়েছে । এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ ব্যাপক অভিযান চালায় । এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, জনৈক বিবাদী বখাটে মো: জহিরুল ইসলাম জহির থানাতে ডাকা হয়েছে । সে বতমানে চাঁদপুর মডেল থানার হেফাজতে রয়েছে ।তাকে জিজ্বাসাবাদ করছি । জিডির বিষয়টি অনুসন্ধ্যান চলছে ।
এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক শরীফ চৌধুরী জানান, আমার মেয়ে সাবরিনা নিহার নামে ফ্যাক আইডি খুলে ফেসবুকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছি। যার জিডি নং-১৩৬০, তারিখ: ২২/০১/২০২৫খ্রি। আমি ন্যায় বিচার চাই । উক্ত ফেক আইডি খুলে ফেসবুকে আমার মেয়ে ও আমার নামে নানা অপপ্রচার করা হচ্ছে । এতে আমি বিব্রত । আমি চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি । সহযোগিতার জন্য । জিডি সূত্রে জানা যায়, গত ১৮/০১/২০২৫ইং তারিখে আমার মেয়ে সাবরিনা চৌধুরী নিহা নামে মো: জহিরুল ইসলাম জহির, পিতা-মৃত সেকান্দর আলী মেম্বার, সাং- গাব্দেরগাঁও, থানা: ফরিদগঞ্জ। বর্তমান ঠিকানা (রেলক্রসিং) সংলগ্ন, থানা ও জেলা: চাঁদপুর। একটি ফেক আইডি খুলে আমার মেয়ে এবং আমার ফেমিলি নামে বিভিন্ন প্রকার খারাপ কথাবার্তা এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে। আইডিটির লিংক- HTTPS://WWW.FACEBOOK.COM/SHARE/1ECMBWZQZF/। বর্তমানে যা আমার এবং আমার ফেমিলির জন্য হুমকিস্বরুপ। ছেলেটি এবং তার বোন পূর্বে আমার বাসার ভাড়াটিয়া ছিলেন। ওই সময় থেকেই ছেলেটি আমার মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত এবং বিরক্ত করতো। আমার মেয়ে পথরোধ করে আমার মেয়ের চলার পথে বাধাঁ সৃষ্টি করতো।
বর্তমানে লোকটি আমার মেয়ে নামে আইডি ব্যাবহার করে আমার আত্মীয়-স্বজন সবাইকে মেসেজ দিচ্ছে এবং আমার মেয়ে আমার ফেমিলি নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ তথ্য দিচ্ছে। এই বিষয় নিয়ে বর্তমানে আমার মেয়ে মানসিক ভাবে সমস্যায় আছে। এবং আমার এবং আমার ফেমিলির ভবিষ্যত হুমকিমুখে আছে।