 
                    দারুল কোরআন সাবিলুন নাজাত মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারি ২০২৫ মরহুম মোহাম্মদ অলি আহমেদ পাটওয়ারী বাড়ি সব সংলগ্ন পশ্চিম সাপদি দারুল কোরআন সাবিলুন নাজাত মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া অনুষ্ঠিত হয়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণী ছাত্র-ছাত্রীদের এই বার্ষিকী ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান হামিম পাটওয়ারী, শিক্ষক মাওলানা আব্দুর আহাদ, মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, শিক্ষক মোহাম্মদ সেলিম খান, লিটন স্যার, ও ফরিদ স্যার।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কার বিতরণ প্রদান করেন ডি-স্মার্ট গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। মাদ্রাসাটি যাতে ভবিষ্যতে ভালোভাবে পরিচালনা করা যায় সেজন্য পরিচালনা কমিটি সকলের নিকট দোয়া চেয়েছেন মোহাম্মদ আনিসুর রহমান চাইম পাটওয়ারী।

 অনলাইন ডেস্ক
                        অনলাইন ডেস্ক প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ । ১০:৪৮ পূর্বাহ্ণ
  প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ । ১০:৪৮ পূর্বাহ্ণ