চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা ও ১টি ট্রলারসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলা চরভৈরবী এলাকা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানচলাকালীন উক্ত এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করে ২ হাজার কেজি জাটকাসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।