ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী মোঃ আবদুল বাকের সরকারকে এবং সদস্য হিসেবে রয়েছে মোঃ আবদুল হান্নান (সাবেক সভাপতি), অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ক্লাবের জরুরি সভা অনিবার্য কারণবশতঃ কসবা প্রেসক্লাব কার্যালয়ের পরিবর্তে গত (৩ মে, ২০২৫) বিকেলে পাক্ষিক সকালের সূর্য পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের কিছু সদস্যের সংগঠন বিরোধী কর্মকান্ড, সদস্যদের মধ্যে দলাদলি, নিজেদের বিভিন্ন স্থানে সভাপতি, সাধারণ স¤পাদক পরিচয় দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মর্মে আলোচনা হয়। সংগঠনের সভাপতি এ সমস্ত বিষয়ে ও সাধারণ সভা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য গত ২৮ এপ্রিল সাধারণ সদস্য ও কার্যকরি সদস্যদের যৌথসভা আহ্বান করেন। এতে ওই সকল সদস্যগণ উপস্থিত না হয়ে অন্যান্য সদস্যদেরকেও সভায় উপস্থিত না হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালান। এতে সংগঠনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার উপক্রম হয়েছে। স্বঘোষিত সভাপতি ও সাধারণ স¤পাদক সামাজিক যোগযোগ মাধ্যমে নানা রকম অবান্তর ও অসত্য বিষয় উপস্থাপন করে প্রেসক্লাবের ভাবমূর্তি বিনষ্ট করছেন।
ফলে প্রেসক্লাব সভাপতি সভায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি কসবা প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৮, ধারা-২৯ উপধারার ক/(রা) এর ক্ষমতা বলে কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করেন। বর্ণিত ধারা অনুযায়ী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, আহ্বায়ক, জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি জনাব মোঃ আবদুল হান্নান এবং কসবা তফজ্জল আলী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সদস্য করা হয়। আহ্বায়ক অন্তবর্তীকালীন কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ার পূর্বে পরবর্তী কার্যকরি পরিষদ গঠন করবেন। আহ্বায়কের অনুপস্থিতিতে কসবা প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করবেন, সাবেক সভাপতি জনাব আবদুল হান্নান। অন্যান্য সদস্যগণ সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।
কিন্তু অকস্মাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় স্মারক নং কপ্রেক/৫(২৪)২০২৫ এর মর্মানুযায়ী ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের আহবায়ক কমিটির এক সভা ৬ মে ২০২৫ খ্রি: সকাল ১০টায় মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কসবা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় আহবায়ক শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং প্রকৌশলী মোঃ আবদুল বাকের সরকারকে কো-অপ্ট করে আহবায়ক নির্বাচন করা হয়। আহবায়ক কমিটির সকল সদস্যগণ সম্মতি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com