সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ইফতার সামগ্রী উপহার দিলো চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। রমজানের ইফতারের জন্যে সুবিধাবঞ্চিতদের মাঝে শনিবার (১ মার্চ ২০২৫) বকুলতলা রোডস্থ চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন তারা।
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নাসরিন আক্তারের সভাপ্রধানে ও সেক্রেটারী আফরোজা পারভীনের পরিচালনায় উপস্থিত ছিলেন আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, রওশন আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, তাসনুভা রহমান তন্নী, এডিটর ফৌজিয়া পুতুল, ট্রেজারার রুবিনা মরিয়ম ও আইএসও ফাহমিদা খানম প্রমুখ।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক সুধিবাবঞ্চিতদের মধ্যে বিতরনকৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, ছোলা বুট, আলু, খেজুর, ডাল, চিনি ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com