ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র শবে মেরাজ উপলক্ষে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারে জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা করেন মাদ্রাসাতুল ইশায়াতিল উলুম সহকারী অধ্যাপক ও জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আফছার উদ্দিন মিয়াজী।
মেরাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে ‘মেরাজ’। মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি পুরা নবুওয়াতের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ছাড়া অন্যকোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব হচ্ছে, এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।
কোনো বিশেষ ব্যবস্থা বা আয়োজন না করে সাধারণভাবে এ রাতে কবরস্থানে যাওয়া এবং মৃত ব্যক্তিদের জন্যে দোয়া করা ও দরুদ-ইস্তেগফার পাঠ করে দোয়া করা আবশ্যক। কারণ এ রাতে রাসূল (স) মেরাজ ভ্রমণে বেহেশত দোযখ পরিদর্শনকালে জাহান্নামীদের শাস্তি অবলোকন করেছিলেন। আমাদের দোয়া মৃত ব্যক্তিদের সেই শাস্তি কিছুটা হলেও লাঘব করতে পারে। ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ দেশখাগুরিয়া দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মাও: মো: বেলাল হোসাইন প্রমুখ। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া শফিবাদ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকারিয়া। এ সময় ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, বিভিন্ন মসজিদের খতিব , ইমামগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com