শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুঃস্থ অসহায় মানুষের কাছে কষ্টকর। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুমে পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। তাই বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুঃস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর রোটারী ভবনে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুঃস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন সভাপতি নাসরিন আক্তারসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, এডিটর ফৌজিয়া হোসেন পুতুল, সদস্য মনজু ঘোষ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com