রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও দাদন বাবসায়ী সাহাব মিয়া তালুকদার (৫৮) সুদি সাহাব মিয়াকে গ্রেফতার করেছে। সোমবার দিনগত রাত ২টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে নগরীর বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাব মিয়ার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় এক ডজনের উপর বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সুদি সাহাব মিয়া ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাছুর মোহাম্মদ পাড়া এলাকার মৃত নুরুল হক তালুকদারের ছেলে। তাকে মঙ্গলবার রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার সাহাব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সাহাব মিয়া গ্রেফতার হওয়ায় তার অত্যাচারেরশিকার ভুক্তভোগীরা নিজ এলাকার ইসলামপুরে মিস্টি বিতরণ করেন।
মিস্টি বিতরণে অংশ নেন সাহাব মিয়ার আপন বড় ভাই মো. আবছার। শুধু তাই নয় একইসাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেস্টুন হাতে সড়কে দাঁড়িয়ে অবস্থান নেন।
এসময় তিনি জানান, ক্ষমতার অপব্যবহার করে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও শারীরিক নির্যাতন করেছে সাহাব মিয়া। তার বড় মেয়ে গ্রেফতার সাহাব ময়ার আপন ভাতিজি হওয়া স্বত্ত্বেও তাকে মেরে হাত ভেঙে দিয়েছিলো। এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে সাহাব মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ইসলামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. ইলিয়াস। তাকে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে গ্রেফতার করানোসহ নানাভাবে নির্যাতন-হয়রানি করেছে। এছাড়া উত্তরজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কামরুল পারভেজ, উপজেলা ছাত্রদলের নেতা জমিরসহ আরও একাধিক বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এলাকায় সাহাব মিয়ার বিরুদ্ধে জমি দখল, ইটভাটা করতে গিয়ে জোরপূর্বক নিরীহ মানুষের ফসলিজমির মাটি খনন করে নিয়ে যাওয়াসহ আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com