সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮ টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার বিশকাঠালী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন (২৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৯৪০ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com